ফায়ারফক্সের বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য চমৎকার কিছু অ্যাড-অন রয়েছে। কি করে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সে অ্যাড-অন খুজে, ইন্সটল করে পরিচালনা করা যায় তা এই নিবন্ধনটি থেকে দেখুন।
সূচীপত্র
অ্যাড-অন কিভাবে খুঁজে ইন্সটল করা যায়?
অ্যান্ড্রয়েডের জন্য অ্যাড-অন সমূহ খুব সহজে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের ভিতরে পাওয়া যায় :
- মেনু বাটনটিতে চাপ দিন। (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়)
- মেনু আইটেমে এ ট্যাপ করুন। (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) ।
- মেনু আইটেমে এ ট্যাপ করুন।
- এ ট্যাপ করুন।
- আপনার কোন পছন্দের অ্যাড-অন থাকলে অনুসন্ধান বক্স থেকে তা খুঁজুন। অ্যাড-অনের সংগ্রহশালা থেকে আপনি নতুন অ্যাড-অন খুঁজে পাবেন।
- যে অ্যাড-অন টি ইনস্টল দিতে চান সেটি ট্যাপ করুন তারপর
- ইনস্টলেশনের নির্দেশাবলী পড়ুন। প্রয়োজন অনুসারে কোন কোন অ্যাড অন আপনাকে সঙ্গে সঙ্গে ব্রাউজার পুনরায় চালু করতে বলবে। আপনার নতুন অ্যাড-অন টি উপভোগ করুন!
আমি কি করে অ্যাড-অন হালনাগাদ করব, অপশন পরিবর্তন করব কিংবা মুছে ফেলবো?
অ্যাড-অন হালনাগাদ করা: যখন আপনি অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সকে হালনাগাদ করবেন তখন আপনার সকল অ্যাড-অন সমূহ ফায়ারফক্সের সেই সংস্করনের জন্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে অ্যাড-অন সমূহের নতুন সংস্করণ সহজলভ্য থাকতে হবে।
অ্যাড-অন সমূহ সাময়িক ভাবে অকার্যকর করা কিংবা সম্পূর্ণরূপে মুছে ফেলা
- মেনু বাটনে ট্যাপ করে অ্যাড-অন স্ক্রিনে চলে যান, তারপর (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) , এবং সবশেষে ।
- , এবং আনতে ইনস্টল করা একটি অ্যাড-অন ট্যাপ করুন।
- আপনার অ্যাড-অন কনফিগার করার জন্য এ ট্যাপ করুন, সাময়িক ভাবে অকার্যকর করার জন্য বোতামে ট্যাপ করুন কিংবা অ্যাড-অন টা মুছে ফেলার জন্য তে ট্যাপ করুন।
- যদি চাওয়া হয় তবে আপনার ব্রাউজারটি পুনরায় চালু করুন।