Firefox ঠিকানা, ফোন নাম্বার এবং অন্য লেখা মনে রাখে না

Firefox Firefox নির্মিত: 10% of users voted this helpful

Firefox ওয়েব পেজে থাকা ফর্মে যা টেক্সট বক্স হিসাবে পরিচিত তে কী লিখেছেন তা মনে রাখতে পারে। আপনি যদি ওয়েব পেজের কোন ফর্মে কিছু লিখে তা জমা দেন (যেমন সার্চ বক্স), পরবর্তিতে আপনি যখন সেই পেজে আবার যাবেন, আপনার আগের এন্ট্রিটি আবার ব্যবহার করার সংরক্ষিত থাকবে। আপনি যদি মনে করেন ফর্মের এই তথ্য আপনার আর কাজে দিবে না, তাহলে নিবন্ধের নির্দেশাবলী অনুসরন করুন।

কিছু ফর্মে স্বয়ংক্রিয় পূরণ সুবিধাটি কাজ করবে না

আপনি যদি মনে করেন Firefox শুধুমাত্র কিছু ওয়েবসাইটের জন্য ফর্মের তথ্য মনে রাখছে, বাকিগুলার জন্য না, তাহলে মনে করবেন সাইটটি Firefox কে ফর্মের তথ্য সংরক্ষণ করতে না বলেছে। এটি ইমেইল এবং ব্যাংকিং ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি দেখা যায়।

ফর্মে স্বয়ংক্রিয় পূরণ সুবিধাটি কাজ কোন সাইটেই কাজ করছে না

আপনি যদি বুঝতে পারেন Firefox কোন সাইটেরই ফর্মের তথ্য সংরক্ষণ করছে না, তাহলে নিচের নির্দেশাবলি অনুসরন করুন:

CFirefox সেটিংস চেক করুন

নিশ্চিৎ করে নিন Firefox ফর্মের তথ্য মনে রাখছে এবং এগুলো মুছে যাচ্ছে না:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy প্যানেল নির্বাচন করুন।
  3. Firefox will:Use custom settings for history নির্ধারন করুন।
  4. নিশ্চিৎ করে নিন Remember search and form history নির্বাচিত আছে।
  5. Clear history when Firefox closes খুজে বের করুন। যদি এটি নির্বাচন করা থাকে:
    1. Settings... বাটন ক্লিক করুন।
    2. নিশ্চিৎ হয়ে নি Form & Search History নির্বাচন করা নেই
    3. OK বাটন ক্লিক করুন।
  6. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

যদি উপরের কোন একটি অপশন ঠিক মত সেট করা না থাকে, তাহলে এগুলো সেট করে নিলেই স্বয়ংক্রিয় ফর্ম পূরণ সুবিধাটি কাজ করবে।

বিপরীত এক্সটেনশন পরীক্ষা করুন

Firefox এর সেটিং ঠিক থাকলে, স্বয়ংক্রিয় ফর্ম পূরণ সুবিধাটি তাও কাজ না করলে, বিপরীত এক্সটেনশন পরীক্ষা করে দেখতে পারেন:

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions প্যানেলটি নির্বাচন করুন।
  3. এমন এক্সটেনশন খুজুন যা স্বয়ংক্রিয় ফর্ম পূরণ সুবিধাটির বিপরীত হিসাবে কাজ করে তারপর এটিকে নির্বাচন করতে ক্লিক করুন।
    • RealPlayer Browser Record Plugin
  4. Disable বাটনে ক্লিক করুন।
  5. Add-ons Manager ট্যাব বন্ধ করুন।
  6. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

যদি বিপরীত এক্সটেনশন থাকে তাহলে, এটি বন্ধ করে Firefox আবার চালু করলে স্বয়ংক্রিয় ফর্ম পূরণ সুবিধাটি কাজ করবে।

অন্য পোগ্রামের সেটিং দেখুন

কিছু ইন্টারনেট নিরাপত্তা সফটওয়্যার (যেমন অ্যান্টিভাইরাস, অ্যান্টিস্পাইওয়্যার, ফায়ারওয়াল, এবং প্রাইভেসি পোগ্রাম) Firefox এর ফর্ম ইতিহাস মুছে দিবে। এমন কিছু থাকলে তাদের সেটিং দেখুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন