Firefox Hello আপনাকে ব্রাউজার থেকে সরাসরি ভিডিও এবং ভয়েস কল করার সুবিধা প্রদান করে। আপনার শুধু মাত্র প্রয়োজন একটা মাইক্রোফোন, একটা ওয়েবক্যাম (বাধ্যতামূলক নয়) এবং latest version of Firefox তাহলেই আপনি আপনার বন্ধু যারা WebRTC-supported browsers যেমন Firefox, Chrome অথবা Opera ব্যবহার করে তাদের কে কল দিতে পারবেন।
সূচীপত্র
Invite someone to talk
- Hello বাটনে ক্লিক করুন।
- পরামর্শ: Hello বাটনটি টুলবারে নিয়ে আসুন। বিস্তারিত জানতে Firefox Hello বাটনটি কোথায়? নিবন্ধটি দেখুন
- পূর্বনির্ধারিত ইমেইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে বন্ধুকে লিঙ্ক পাঠাতে বাটনে ক্লিক করুন। অথবা ক্লিক করে অন্য বার্তা অ্যাপ্লিকেশনে লিঙ্কটি পেস্ট করুন।
- কল শুরু করতে আপনার বন্ধু লিঙ্কটিতে প্রবেশ করলে, আপনার ব্রাউজারে একটি নোটিফিকেশন দেখাবে:
- কনভার্সেশন শুরু করতে বাটনে ক্লিক করুন। ভিডিও কনভার্সেশন করতে চাইলে ভিডিও ক্যামেরা অপশনটি নির্বাচন করুন। অথবা শুরু ভয়েজ কলের জন্য মাইক্রোফোন নির্বাচন করুন।
- প্রয়োজন মত মাইক্রোফোন কিংবা ক্যামেরা বন্ধ করতে privacy controls ব্যবহার করুন।
- কল শেষ করতে, এই বাটনে ক্লিক করুন।
একটি কনভার্সেশন শুরু করা
- Hello বাটনে ক্লিক করুন
- পরামর্শঃ টুলবারের Hello বাটনের অবস্থান পরিবর্তন করুন। আরও জানতে, দেখুন Firefox Hello বাটনটি কোথায়?.
- কনভার্সেশন লিঙ্ক এর পরের Copy বাটনে ক্লিক করুন এবং পছন্দের ইমেইল বা ম্যাসেজিং প্রোগ্রাম দিয়ে আপনার কনভার্সেশন এর পার্টনার কে লিঙ্কটি দিন
- পরামর্শঃ কনভার্সেশন এর নাম দিতে লিঙ্কের উপরে ক্লিক করলুন এবং যে বক্স আসবে তাতে কনভার্সেশন এর নাম দিন।
- যখন আপনার বন্ধু কনভার্সেশন এ যোগ দিবে, Hello বাটন এর রঙ নীল হয়ে যাবে
সাথে একটা সংকেত দিবে। আপনার লিস্টে থাকা নীল রঙের বিন্দু আপনাকে জানাবে কোন কোন কনভার্সেশন সচল আছে।
- কল শেষ করতে, বাটনে ক্লিক করুন।
- এই কনভার্সেশন আপনার লিস্টে ভবিষ্যৎ ব্যবহারের জন্য থাকবে। আপনি চাইলে কনভার্সেশন এর পরে থাকা ট্র্যাশ আইকনে ক্লিক করে কনভার্সেশন মুছে ফেলতে পারেন
কনভার্সেশন এ যোগ দিন
একটি আমন্ত্রন পেয়েছেন? কনভার্সেশন এ যোগ দেওয়া অনেক সহজ! শুধু মাত্র আপনি যে লিঙ্ক পেয়েছেন তাতে ক্লিক করেই কনভার্সেশন এর পেজে চলে যেতে পারবেন। আরও তথ্যের জন্য এখানে দেখুন, Respond to a Firefox Hello Invitation ।
কন্টাক্ট লিস্ট এবং সরাসরি কল প্রদান
যদিও Firefox Hello ব্যবহার করতে কোন অ্যাকাউন্ট লাগেনা, তবু একটি Firefox অ্যাকাউন্ট আপনাকে এক ক্লিকেই কন্ট্যাক্ট সরাসরি যোগ করা, পরিচালনা করা এবং সরাসরি কল প্রদানের সুযোগ দেয়।
আরও তথ্যের জন্য এখানে দেখুন, Firefox Hello তে আপনার কন্ট্যাক্টস তালিকা তৈরি ও পরিচালনা করুন ।
নোটিফিকেশন নিয়ন্ত্রণ করুন
আপনি যদি কল রিসিভ করার জন্য প্রস্তুত না থাকেন তাহলে উইন্ডোর নিচের স্টাটাস মেনুতে
নির্ধারন করে দিন। এটি সকল কল নোটিফিকেশন বন্ধ করে দেবে।গোপনীয়তা এবং ব্যবহারের শর্তাবলী
Firefox Hello সম্বন্ধে আরও জানতে, নিচের পেজগুলো দেখুনঃ