Android এর জন্য Firefox এ নতুন ট্যাব খুলতে হলে আপনাকে Content পছন্দ করতে দেয়া হয় । ওয়েব সাইট আপনার পছন্দের তালিকায় রাখার জন্য কিংবা সেটিকে Firefox ডিফল্ট হোম পেইজ হিসেবে প্রদর্শন করে,যেমন top-ranked sites, trending stories on Pocket (now part of Mozilla) এবং যেসব সাইটে ইতিমধ্যে ভিজিট করেছেন কিংবা bookmarked করেছেন ।
শীর্ষ সাইটগুলো Android এর Firefox এ আপনাকে সেসব পেজে ঢুকতে দিবে যেগুলে আপনি ভিজিট করেছেন বা বুকমার্ক করে রেখেছেন। আপনি যদি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে Firefox Alexa রেঙ্কিং অনুসারে টপ সাইটগুলো দেখাবে। নিবন্ধটি আপনাকে টপ সাইট পিন করা, মুছে দেওয়া অথবা সেসব সম্পাদনা করা শেখাবে।
সূচীপত্র
প্যানেল লুকাতে বা নতুন করে সাজাতে
- মেনু বাটন ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) (কিংবা below the screen on some devices অথবা ব্রাউজারে ডান দিকে শীর্ষে),তারপর ( বাটন টি ট্যাপ করুন)
- ট্যাপ করুন এবং তারপর ট্যাপ করুন।
- যেসব প্যানেল গুলো আপনি লুকাতে কিংবা স্থান পরিবর্তন করতে চান সেগুলো ট্যাপ করুন : Top Sites, Bookmarks or History।
- নিচের যেকোনো একটি নির্বাচন করুন:
- Set as default: আপনি যখন নতুন ট্যাব বা Firefox খুলবেন তখন প্যানেলটি সামনে আসবে।
- "Hide:" আপনার হোম স্ক্রিন থেকে প্যানেল টি মুছে ফেলুন।
- Change order: প্যানেল কে ডানে কিংবা বামে নিতে সাহায্য করবে ।
টপ সাইট প্যানেল থেকে অতিরিক্ত কনটেন্ট দেখাতে বা লুকাতে
- below the screen on some devices), তারপর (প্রথমে বাটনে ক্লিক করতে হবে)। তে ট্যাপ করুন ( কিংবা
- ট্যাপ করুন,এবং তারপর ।
- এ ট্যাপ করুন।
- যে ধরনের কন্টেন্ট আপনি দেখতে চান তার জন্য Additional content এর নিচে ট্যাপ করুন।
থাম্বনিল সম্পাদনা করুন
বিভিন্ন Options সহ মেন্যু এর জন্য থাম্বনেইল টি ট্যাপ ঙ্করুন এবং চেপে ধরুন: যেন একটি নতুন কিংবা প্রাইভেট সাইট ওপেন করলে tab, remove, bookmark, share, copy or pin একই জায়গায় পাওয়া যাবে ।
আপনার হোম পেজ হিসাবে অন্য ওয়েব সাইট সেট করুন
Android এর জন্য Firefox এর হোমপেজ সেট লক্ষ্য করুন নির্দেশনার জন্য।
সাইট পিন অথবা আনপিন করুন
একটি সাইট থাকার জন্য,আপনার শীর্ষ পর্দায় সাইট টি "Pin" করুন। প্রথমে ট্যাপ করুন এবং টাইল টি ধরে রাখুন মেন্যুর জন্য।
- যেকোনো সাইট "Pin" করতে ট্যাপ করুন।
সাইট টি আপনার হোমস্ক্রিনে "Pin" হয়েছে।
- আনপিন করার জন্য পূর্বের ধাপগুলো পুনরায় করুন এবং ট্যাপ করুন।
সম্পাদনা
- একটি সাইট সম্পাদনা করতে মেন্যুর জন্য টালি ট্যাপ করুন এবং ধরে রাখুন,তারপর বাছাই করুন ।
- এখানে আপনি ঠিকানা পরিবর্তন করতে পারেন।
মুছে দিন
- একটি সাইট মুছে ফেলতে মেন্যুর জন্য টালি চিহ্ন টি ট্যাপ করুন এবং ধরে রাখুন ,তারপর বাছাই করুন ।
শেয়ার করুন
- একটি সাইট শেয়ার করতে মেন্যুর জন্য টালি চিহ্ন টি ট্যাপ করুন এবং ধরে রাখুন,তারপর বাছাই করুন
- তারপর Bluetooth,Drive কিংবা অন্য অপশন গুলোতে শেয়ার করতে পারবেন।
Copy Address
- সাইটের ঠিকানা কপি করার জন্য, মেন্যুর জন্য টালি চিহ্ন টি ট্যাপ করুন এবং ধরে রাখুন ,তারপর বাছাই করুন .
সাইট যোগ করুন
- একটি সাইট যোগ করতে, "যোগ" চিহ্ন যুক্ত ফাঁকা টালি টি ট্যাপ করুন
- তারপর ওয়েব এর ঠিকানা টি প্রবেশ করান.
টপ সাইট স্ক্রিন লুকান অথবা উন্মুক্ত করুন
মেন্যু বাটন টি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং তারপর নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) , তারপর নির্বাচন করুন , অনুসরন করুন, এবং পরিশেষে নির্বাচন করুন ।
- এখানে আপনি যেসব পরিবর্তন করতে পারবেন :
- হোম থেকে শীর্ষ সাইট গোপন করতে, নির্বাচন করুন
- শীর্ষ সাইট যদি লুকানো থাকে এবং আপনি সেটা হোমে দেখতে চান তাহলে নির্বাচন করুন।
- শীর্ষ সাইট গুলো ডিফল্ট করতে নির্বাচন করুন.
- শীর্ষ সাইটের "Order" পরিবর্তন করার জন্য নির্বাচন করুন ।