সকলের জন্য ব্যবহার উপযোগ্য সুবিধা কি ?
ফায়ারফক্সের নকশা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সেটা সম্ভাব্য সব ধরনের মানুষের চাহিদা পূরণ করতে পারে। কিন্তু সবসময় তা সম্ভব হয়ে উঠে না। অন্ধ ব্যক্তি কিংবা কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ প্রচলিত গ্রাফিকাল ইন্টারফেস স্পর্শের মাধ্যমে ফোন ব্যবহার করতে পারবে না। সহায়ক প্রযুক্তি যেমন স্ক্রিন রিডার রয়েছে এই বাঁধা দূর করার জন্য। তারা কথা ও সহায়ক শব্দ সরবরাহ করে যা একটি দৃশ্যের প্রতিরূপ হিসেবে কাজ করে। সেই সাথে আরো কিছু বিকল্প সহায়ক মোড রয়েছে যা একজন অন্ধ ব্যক্তি কে সহজে বিষয়বস্তু বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ একজন ব্যবহারকারী কোন কিছু চালু করার জন্য স্ক্রিনে আঙ্গুল স্পর্শ করার সাথে সাথে স্ক্রিন রিডার বলে উঠবে তিনি কিসের উপর আঙ্গুল রেখেছেন।
টকব্যাক সমর্থন
অ্যান্ড্রয়েডের টকব্যাক সুবিধাটি অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স সমর্থন করে যা দৃষ্টিশক্তিহীন ব্যবহারকারীদের সিনথেসাইজদ স্পিচ আউটপুট ব্যবহারের মাধ্যমে ওয়েব ব্রাউজ করতে দেয় । আরও তথ্যের জন্য How to use TalkBack support নিবন্ধটি দেখুন ।
পূর্ব নির্ধারিত ভাবে ব্যবহার উপযোগিতা
আমরা বিশ্বাস করি অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স সকলের জন্য সমান। যে কোন ব্যবহারকারী একবার ইন্সটল করে অন্য কোন অ্যাড-অন বা সেটআপ ছাড়ায় এটি ব্যবহার করতে পারে। প্রথমবারের মত অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স কোন অন্ধ ব্যক্তির ডিভাইসে চালু হবে তখন ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী এটি কথা বলা শুরু করবে ও সাড়া দিবে।
অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স হচ্ছে প্রথম অ্যান্ড্রয়েডের জন্য ওয়েব ব্রাউজার যা অ্যান্ড্রয়েডের ব্যবহার উপযোগ্য ফ্রেম ওয়ার্ক, সাপোর্ট টকব্যাক ও অ্যান্ড্রয়েডের স্ক্রিন রিডার সুবিধা দৃঢ় ভাবে একীভূত করা আছে। এই সুবিধা অন্য ডিভাইসের চেয়ে আলাদা এক অনুভূতি প্রকাশ করে। সেই সাথে ব্যবহারকারীকে নির্দিষ্ট স্ক্রিন রিডার রূপরেখা প্রদান করে।
একই জায়গায়
আমাদের অ্যান্ড্রয়েডে ও ডেস্কটপ ইঞ্জিন উভয় ক্ষেত্রে ব্যবহারউপযোগিতার জন্য একই ধরনের শক্তিশালী সমাধান ব্যবহার করা হয়। এর অর্থ এই যে এটি দ্রুত এবং WAI-ARIA ও HTML5 এর মত মান বজায় রেখে lইন্ড্রাস্টি কে নেতৃত্ব দেয়।
দ্রুত ন্যাভিগেশন
ওয়েব পেজ অনেক সময় বড়, জটিল এবং অনেক বিষয়বস্তু সম্পন্ন হয়। ফলে যখন একজন স্ক্রিন রিডার এই ধরনের ওয়েব পেজে যায় তখন তার প্রয়োজনীয় বিষয়টি খুঁজে পাওয়া হয় সময় সাপেক্ষ। এই জন্য আমরা কুইক ন্যাভিগেশন কি এর সাথে পরিচয় করিয়ে দেয়। একটি ফিজিক্যাল কি বোর্ড কিংবা আই-ফ্রী কিবোর্ডের “k” বাটন চাপ দেবার মাধ্যমে একজন উক্ত ওয়েব পেজের সব হাইপার লিঙ্কে যেতে পারে। হেডিং, লিস্ট আইটেম, নানান ধরনের ফর্ম ফিল্ডের জন্য এমন বিভিন্ন "কি" আছে।
এই ধরনের সুবিধা ডেস্কটপ স্ক্রিন রিডারে রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড স্ক্রিন রিডারে নেই। তাই আমরা অ্যান্ড্রয়ড স্ক্রিন রিডারে এই ধরনের সুবিধা দেওয়া চেষ্টা করছি।
চেষ্টা করে দেখুন
ব্যবহারউপযোগিতা সুবিধাটি খুব সহজেই জেলি বিনে সেট আপ দিয়ে ব্যবহার করা যায়। এইটা চালু করতে সিস্টেমে যেয়ে এই পদ্ধতি অনুসরণ settings->Accessibility->TalkBack করুন। TalkBack একবার চালু হয়ে গেলে আপনি স্ক্রীনে আপনার আঙ্গুল স্পর্শ করুন, তখন আপনি কি স্পর্শ করছেন তা কথা হিসেবে শুনতে পাবেন। চোখ বন্ধ করে হোম স্ক্রীনে বিভিন্ন অ্যাপ খোঁজার চেষ্টা করুন। আপনি অনুভব করতে পারছেন? আপনি যদি ধাপসমূহ ক্রমান্বয়ে পেতে চান তাহলে স্ক্রীপে আপনার আঙ্গুল দ্রুত বামে অথবা ডানে নিয়ে যান। আপনি যদি কোন একটা বিষয় চালু করতে চান ( যেমন ফায়ার ফক্স বেটা?) তাহলে দুইবার ট্যাপ করুন।
আপনি এতক্ষনে TalkBack এর মাধ্যমে ফায়ারফক্সের ব্যবহার সমন্ধে জেনে গেছেন। এটি চালু করুন, আপনার আঙ্গুল ইন্টারফেসে দিয়ে এক্সপ্লোর করুন, বামে এবং ডানে যান এবং দুইবার ট্যাপ করে আইটেমটি ব্যবহার করুন। এটি একটি ভাল সুযোগ যে ওয়েবসাইট এবং আপনি যে অ্যাপ্লিকেশান টি বানিয়েছেন তা কেমন। সেই সাথে এটি কতটা ব্যবহারউপযোগ্য সেটি পরীক্ষা করে দেখতে পারেন। আপনি কি চোখ বন্ধ করে এইটা করতে পারছেন?
TalkBack সুবিধাটি নেক্সাস সেভেন এ ফায়ারফক্স বেটায় কেমন কাজ করে তা দেখার জন্য একটি ভিডিও:
http://www.youtube.com/watch?v=8shtz3PS7-E
উপসংহার
আমাদের সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েডে আমাদের ব্যবহারউপযোগিতা সুবিধাটির প্রছন্নতা। এটি ভাল ভাবে সমন্বয় করা যায় সেই সাথে এর মাধ্যমে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স অন্ধ ব্যক্তিদের সবচেয়ে সহজ এবং দ্রুত ওয়েব ব্রাউজিং উপভোগ করার সুযোগ দেয়।