Firefox আপনাকে যে ট্যাবে শব্দ হচ্ছে তা খুজতে এবং তা এক ক্লিকেই বন্ধ করার সুবিধা দেয়। অন্য উইন্ডোতে সমস্যা না করেই ট্যাবকে নিরব করুন।
যখন কোন ওয়েবপেজে শব্দ চালু হয়, একটি স্পিকার বাটন ট্যাবে যুক্ত করে Firefox আপনাকে জানায় শব্দ কোথা থেকে আসছে:
ট্যাবের স্পিকার বাটনে ক্লিক করলে, ওই ট্যাব নিরব অথবা সরব হবে:
ট্যাব নিরব করা
- নিরব করতে ট্যাবের স্পিকার বাটনে ক্লিক করুন।
- বাটনের উপরে একটি দাগ আসবে, যা আপনাকে বুঝাবে ট্যাব নিরব করা হয়েছে:
ট্যাব সরব করা
- ট্যাব সরব করতে স্পিকার বাটনে আবার ক্লিক করুন।
- বাটনের উপরে একটি দাগ চলে যাবে, যা আপনাকে বুঝাবে ট্যাব সরব করা হয়েছ: