এই নিবন্ধটি পপ-আপ নিয়ন্ত্রণের জন্য ফায়ারফক্সের সকল সেটিং বর্ননা করে।
সূচীপত্র
পপ-আপ কী?
পপ-আপ উইন্ডো অথবা পপ-আপ হল এমন একটি উইন্ডো যা আপনার অনুমতি ছাড়াই চলে আসে। তারা বিভিন্ন আকারের কিন্তু তারা সাধারণত সম্পূর্ণ স্ক্রিন ভরে থাকে না। কিছু পপ-আপ ফায়ারফক্স উইন্ডোর উপরে খুলে, কিন্তু অন্যদিকে অন্যান্য গুলো ফায়ারফক্সের ঠিক নিচে চলে আসে (পপ-আন্ডার)।
কন্টেন্ট প্যানেল OptionsPreferences উইন্ডো এর মাধ্যমে ফায়ারফক্স আপনাকে পপ-আপ ও পপ-আন্ডার উভয়ই নিয়ন্ত্রণ করতে দেয়। পপ-আপ ব্লক স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে, সুতরাং ফায়ারফক্সে এগুলো চলে আসা থেকে রক্ষা পেতে আপনাকে পপ-আপ ব্লক চালু করা নিয়ে চিন্তা করতে হবে না।
যখন একটি পপ-আপ ব্লক করা হয়, ফায়ারফক্স একটি তথ্য বার দেখায় (যদি এটি পূর্বেই বন্ধ না করা হয়ে থাকে - নিচে দেখুন) এবং লোকেশন বারে আরও একটি আইকন দেখাবে।
- "Popup1 29 Lin" ছবি বিদ্যমান নয়।
যখনই আপনি তথ্য বারের
বাটনটি অথবা লোকেশন বারের আইকনটি ক্লিক করবেন, তখনই নিচের পছন্দগুলো সহ একটি মেনু দেখাবে:- (show the blocked pop-up)
পাপ-আপ ব্লকের সেটিং
পপ-আপ ব্লকের সেটিং এ প্রবেশ করতে হলে:
- মেনু বাটনে ক্লিক করে নির্বাচন করুন।
-
প্যানেল নির্বাচন করুন।
বিষয়বস্তুটির প্যানেলে:
- Block pop-up windows: পপ আপ ব্লকারকে নিষ্ক্রিয় করতে এটি আনচেক করুন।
-
ডাইলগটিতে নিচের পছন্দগুলো রয়েছে:- Allow: একটি ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা যোগ করতে এটিতে ক্লিক করুন।
- Remove Site: একটি ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা হতে বাদ দিতে এটিতে ক্লিক করুন।
- Remove All Sites: সকল ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা হতে বাদ দিতে এটিতে ক্লিক করুন।
: এটি হল ওয়েবসাইটের লিস্ট যেগুলোকে আপনি পপ আপ প্রদর্শন করার সম্মতি প্রদান করেছেন।
পপ-আপ ব্লক হচ্ছে না
পপ-আপটি কি ফায়ারফক্স হতে আসছে?
পপ-আপটি আসলে হয়ত ফায়ারফক্স হতে আসছে না। উইন্ডো এর ধরন হতে আপনি বুঝতে পারবেন কোথায় হতে পপ-আপটি আসছে।
- আপনি যদি পপ-আপ উইন্ডোটি লোকেশন বারে ছোট বুকমার্ক স্টারটি সহ দেখতে পান, তাহলে সেই পপ-আপটি ফায়ারফক্স হতে আসছে। উইন্ডোজ ৭ এর জন্য আরেকটি ভাল নির্দেশনা হল উইন্ডোর উপরের বাম কোনে ফায়ারফক্সের লোগো অথবা কমলা বাটন থাকা। লিনাক্স এর জন্য আরেকটি ভাল নির্দেশনা হল, যদি আপনি "- Mozilla Firefox" লেখাটা টাইটেল বারের শেষ অংশে দেখতে পান।
- আপনি যদি তা না দেখেন, আপনার কম্পিউটারে হয়ত ম্যালওয়্যার রয়েছে যেগুলো পপ-আপগুলোর জন্য দায়ী। আরও তথ্যের জন্য, ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ফায়ারফক্স এর সমস্যাগুলো সমাধান করুন দেখুন।
- আপনি যদি পপ-আপ উইন্ডোতেসাইট চিহ্নিত করার বাটন সহ লোকেশন বার দেখেন (একটি গ্লোব, প্যাডলক অথবা সতর্কতার ত্রিভুজ), তাহলে এই পপ-আপ ফায়ারফক্স থেকে আসছে।
- আপনি যদি তা না দেখেন, আপনার কম্পিউটারে হয়ত ম্যালওয়্যার রয়েছে যেগুলো পপ-আপগুলোর জন্য দায়ী। আরও তথ্যের জন্য, ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ফায়ারফক্স এর সমস্যাগুলো সমাধান করুন দেখুন।
পপ-আপ ব্লকার কি চালু এবং এই ওয়েবসাইটটির জন্য তা কি সক্রিয়?
- মেনু বাটনে ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- Block pop-up windows চেকবাক্সটি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
- Block pop-up windows এর ডান পাশে, বোতামটি ক্লিক করুন.একটি ডায়লগ আসবে যেটি দেখাবে যে সকল ওয়েবসাইট পপ-আপ দেখাতে সম্মতিপ্রাপ্ত।
- যে সাইটটি পপ-আপ দেখাচ্ছে সে সাইটটি যদি লিস্টটিতে থাকে,তাহলে সেটিকে নির্বাচন করুন এবং চাপুন।
- ক্লিক করুনClose the Allowed Sites - Pop-ups window.
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .
একটি মাউসের ক্লিক অথবা কি চাপার পরই কি পপ-আপ দেখাচ্ছে?
যদিও পপ-আপ ব্লকার চালু থাকে কিছু ক্ষেত্রে, যেমন ক্লিক করা অথবা একটি বাটন চাপা এর মাধ্যমেও ছোটো ছোটো অনেক পপ আপ তৈরী হতে পারে । এটি হল এই জন্যে যে যেহেতু ওয়েবসাইটকে কাজ করতে হবে সেহেতু ফায়ারফক্স তা ব্লক করে না।
এটি কি আসলেই পপ-আপ উইন্ডো?
কিছু সময় বিজ্ঞাপন উইন্ডোর মত করে তৈরী করা হয়, কিন্তু আসলে সেগুলো পপ-আপ না। ফায়ারফক্স পপ-আপ ব্লকার এই সকল বিজ্ঞাপন ব্লক করতে পারে না।