ওয়েব পেজ থেকে যেভাবে লেখা কিংবা লিঙ্কের মাধ্যমে বিষয়বস্তু খোঁজা যায়

Firefox Firefox নির্মিত: 66% of users voted this helpful

যখন আপনি Firefox দিয়ে কোন সাইট পরিদর্শন করেন, আপনি শব্দ,বাক্যাংশ কিংবা লিঙ্ক দিয়ে সেই পৃষ্ঠা থেকে কোন কিছু খুঁজতে পারেন। আপনি যে বাক্যাংশ খোঁজার জন্য টাইপ করবেন ফায়ারফক্স তা আপনাকে দেখাবে এবং পৃষ্ঠার যে যে জায়গায় বাক্যাংশ রয়েছে তা উজ্জ্বল হয়ে উঠবে।

Find বার ব্যবহার করুন

একটা পৃষ্ঠায় কোন লেখা খোঁজার জন্য:

  1. নিচের যে কোন একটা পদ্ধতি থেকে Find বার চালু করুন:
    • Ctrlcommand+F কিবোর্ড শর্টকাট ব্যবহার করন।
    • Firefox button (Edit মেনু Windows XP তে ) ক্লিক করুন, তারপর Find নির্বাচন করুন।
  2. Find Bar এর 'Find: লেখা জায়গায় খোঁজার জন্য একটা বাক্যাংশ টাইপ করুন। আপনি যে বাক্যাংশ টি টাইপ করেছেন Firefox তা উজ্জ্বল করে তুলবে। Find Bar - Win1

    "d626fce0914503b9dc4014389e35c80d-1236656573-969-2.PNG" ছবি বিদ্যমান নয়।
    • আপনার খোঁজা বাক্যাংশ যদি আপনি যে ওয়েব পেজে আছেন সেখানে খুঁজে না পাওয়া যায় তাহলে Find বারটি Phrase not found দেখাবে।

একটা পৃষ্ঠায় কোন লেখা খোঁজার জন্য:

  1. নিচের যে কোন একটা পদ্ধতি থেকে Find বার চালু করুন:
    • Ctrlcommand+F কিবোর্ড শর্টকাট ব্যবহার করুন।
    • মেনু বাটনে "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন, তারপর Findএ ক্লিক করুন।
  2. Find Bar এর 'Find: লেখা জায়গায় খোঁজার জন্য একটা বাক্যাংশ টাইপ করুন। আপনি যে বাক্যাংশ টি টাইপ করেছেন Firefox তা উজ্জ্বল করে তুলবে।
    find fx29
    • আপনার খোঁজা বাক্যাংশ যদি আপনি যে ওয়েব পৃষ্ঠায় আছেন সেখানে খুঁজে না পাওয়া যায় তাহলে Find বারটি লাল বর্ন ধারন করবে এবং পরবর্তীতে Phrase not found দেখাবে।
    notfound

Find বার টি যখন চালু থাকবে তখন নিচে কার্যক্রম চালু থাকবে::

  • X: ফাইন্ড বারটি বন্ধ করুন।
  • Next: আপনি যে বাক্যাংশ টা প্রবেশ করেছেন তার পরের দৃষ্টান্তটি উজ্জ্বল করবে।
  • Previous: আপনি যে বাক্যাংশ টা প্রবেশ করেছেন তার পূর্বের দৃষ্টান্তটি উজ্জ্বল করবে।
  • Highlight All: আপনি যে বাক্যাংশটি প্রবেশ করেছেন তার প্রতিটি দৃষ্টান্ত উজ্জ্বল হয়ে উঠবে। উজ্জ্বলতা বন্ধ করতে আরেকবার ক্লিক করুন। Find Bar - Win2

    "d626fce0914503b9dc4014389e35c80d-1236656573-969-3.PNG" ছবি বিদ্যমান নয়।
  • Match case: আপনার খোঁজার প্রক্রিয়া কে কেস সেনসেটিভ করে। আপনি যদি Search Phrase এর বদলে search phrase দিয়ে খুঁজেন তবুও আপনি যা খুঁজছেন তা পেয়ে যাবেন Find bar এর কারনে। আপনি যদি Match case নির্বাচিত করে থাকেন তাহলে আপনি যে বাক্যাংশ টাইপ করেছেন তা খুঁজে পাবেন।
  • X: ফাইন্ড বারটি বন্ধ করুন।
  • Next and Previous arrows: আপনি যে বাক্যাংশটি প্রবেশ করেছেন তার প্রতিটি দৃষ্টান্ত খুঁজে থাকে
  • Highlight All: আপনি যে বাক্যাংশটি প্রবেশ করেছেন তার প্রতিটি দৃষ্টান্ত উজ্জ্বল হয়ে উঠবে। উজ্জ্বলতা বন্ধ করতে আরেকবার ক্লিক করুন।
  • Match case: আপনার খোঁজার প্রক্রিয়া কে কেস সেনসেটিভ করে। আপনি যদি Search Phrase এর বদলে search phrase দিয়ে খুঁজেন তবুও আপনি যা খুঁজছেন তা পেয়ে যাবেন Find bar এর কারনে। আপনি যদি Match case নির্বাচিত করে থাকেন তাহলে আপনি যে বাক্যাংশ টাইপ করেছেন তা খুঁজে পাবেন।

Quick Find

কোন কিছু দ্রুত খোঁজার জন্য দরকারি জিনিস হচ্ছে Quick Find বার। এইখানে খোজ করা কোন কিছু খোঁজ করার পর দ্রুত অদৃশ্য হয়ে যায়। Find বারের মত এইখানে Next, Previous, কিংবা Highlight All বাটন নেই।

Quick Find বার চালু করার জনু / কি টি ( ফরোয়ার্ড স্ল্যাশ ক্যারেক্টার) বাটন চাপ দিন। তারপর আপনার যেটি ইচ্ছে সেটি টাইপ করুন।

শুধুমাত্র লিঙ্ক খুঁজুন

আপনি যে পৃষ্ঠাটি দেখছেন সেখানে এমন বাক্যাংশ খুঁজতে চান যেখানে লিঙ্ক আছে তাহলে:

  1. Quick Find (শুধুমাত্র লিঙ্কের জন্য) বার আনার জন্য ' (সিঙ্গেল কোট ক্যারেকটার) টাইপ করুন।
  2. যে বাক্যাংশটি খুঁজবেন তা Quick Find (শুধুমাত্র লিঙ্কের জন্য) এর জায়গায় টাইপ করুন। প্রথম যে লিঙ্কে আপনার খোঁজ করা বাক্যাংশটি আছে তা নির্বাচিত হবে।
  3. পরবর্তী যে লিঙ্কে আপনার খোঁজ করা বাক্যাংশটি রয়েছে তা দেখার জন্য Ctrlcommand+Gচাপুন।

Quick Find বারটি বন্ধ করার জন্য একটু থেমে Esc কি চাপুন অথবা Firefox এর এমন কোন জায়গায় ক্লিক করুন যা Quick Find বারের অংশের মধ্যে নেই।

কোন পৃষ্ঠায় টাইপিং করা অবস্থায় কিছু খোঁজা

Find বার চালু না করেই Firefox আপনি যে বাক্যাংশটি খুঁজতে চান তা খুঁজে বের করতে পারে। এই সুবিধাটি চালু করার জন্য:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Advancedপ্যানেল নির্বাচন করুন।
  3. General ট্যাব এ ক্লিক করুন।
  4. Search for text when I start typing এ টিক চিহ্ন দিন।
  5. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

সুবিধাটি চালু করার পর:

  1. একটি বাক্যাংশ খোঁজার জন্য টাইপ করুন। যেহেতু আপনি টাইপ করেছেন প্রথমেই বাক্যাংশটি উজ্জ্বল হয়ে উঠবে।
  2. আপনার খোঁজ করা বাক্যাংশটির পরবর্তী অংশ উজ্জ্বল করার জন্য Ctrlcommand+G কিংবা F3 চাপ দিন।

Quick Find বারটি বন্ধ করার জন্য একটু থেমে আপনার কিবোর্ডের Esc কি চাপুন অথবা Firefox এর এমন কোন জায়গায় ক্লিক করুন যা Quick Find বারের অংশের মধ্যে নেই।

দ্রষ্টব্য: Quick Find বার দ্বারা খোঁজ করা কোন কিছু কিছুক্ষনের মধ্যে অদৃশ্য হয়ে যায়, তাই Find বারের মত এইখানে Next, Previous, কিংবা Highlight All কমান্ড নেই।

আপনি যদি দেখেন Quick Find বার আপনার বাক্যাংশ খোঁজ করার জায়গায় সাথে অসামঞ্জস্য হচ্ছে তবে Quick find bar opens when typing in text fields নিবন্ধটি দেখুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন