প্লাগইন ক্র্যাশ প্রতিবেদন পাঠানোর মাধ্যমে Mozilla কে Firefox এর উন্নয়নে সাহায্য করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই ত্রুটির মানে একটি প্লাগইন (যেমন Adobe Flash) ক্র্যাশ করেছে। কেবলমাত্র পৃষ্ঠা পুনরায় লোড করলে প্লাগইন পুনরায় চালু হবে (বা অন্যান্য সামগ্রী) এবং আপনার ভিডিও পুনরায় প্রদর্শিত হবে। পৃষ্ঠা পুনরায় লোড করার পূর্বে কিভাবে ক্রাশ করল তার বর্ণনা দিয়ে মন্তব্য সহ Send crash report ক্লিক করে একটি ক্র্যাশ প্রতিবেদন Mozilla কে পাঠাতে পারেন। এই ক্র্যাশ প্রতিবেদন আমাদের Firefox কে উন্নত করতে সাহায্য করবে।

Plugin crash notification Fx21

প্লাগইন কী?

একটি plugin সফটওয়্যার এর মত যা ইন্টারনেটে যে বিষয়বস্তু ফায়ারফক্স প্রদর্শন করে না তা প্রদর্শন করতে সাহায্য করে। ভিডিও,অডিও,অনলাইন গেমস এবং প্রেজেন্টেশন এর মত যে বিষয়সমূহ প্যান্টেড বিন্যাসের মত তা প্লাগ ইনের অন্তর্ভূক্ত। প্লাগ ইন সমূহ সেই সকল কোম্পানি তৈরি এবং বিতরণ করে যারা এই প্যাটেন্ড বিন্যাস তৈরি করে থাকে। কিছু সাধারন প্লাগ ইনের মধ্যে রয়েছে Adobe Flash, Apple QuickTime, এবং Microsoft Silverlight।

ক্রাশ কি?

ক্রাশ হল যখন আচমকা সফ্টওয়্যার কাজ করা বন্ধ করে দেয়। প্লাগইন বিভিন্ন কারণে ক্রাশ করে এবং Firefox ক্রাশ করার কারন হয় । Firefox এর ক্রাশ সম্পর্কে আরও তথ্য জানার জন্য, দেখুন Firefox ক্রাশ- সমস্যার সমাধান, প্রতিকার এবং ক্রাশ ঠিক করার সাহায্য। কিছু প্লাগইন Firefox থেকে আলাদা ভাবে লোড হয়, যার ফলে এগুলো ক্রাশ করলেও Firefox চালু থাকে।

কী কী তথ্য একটি ক্র্যাশ প্রতিবেদন পাঠানো হয়?

ক্র্যাশ সম্পর্কিত প্রতিবেদনে শুধুমাত্র সেইসকল তথ্য অন্তর্ভূক্ত থাকে যা Firefox ডেভলপারদের কী সমস্যা হচ্ছে এবং কীভাবে তার সমাধান করা যায় তা নির্ধারন করতে সাহায্য করে। এই প্রতিবেদন এ ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত থাকেনা। যেসকল তথ্য পাঠান হয় একটি প্রতিবেদনে তা হল:

  • আপনি কোন ওয়েবপেজ এ আছেন
  • Firefox এর যে সংস্করণ ব্যবহার করা হয়েছে
  • আপনার অপারেটিং সিস্টেম
  • ইন্সটল করা প্লাগইন
  • ইন্সটল করা এক্সটেনশন
  • এবং আরও বেশকিছু প্রযুক্তিগত তথ্য .

এই তথ্যটি Firefox গোপনীয়তার নীতির সাথে সম্পৃক্ত।


আমি আমার প্লাগইন ক্রাশ থেকে কি করে মুক্ত রাখব?

প্লাগইন সংক্রান্ত অনেক সমস্যা সমাধান হয় প্লাগইন আপডেট করে সর্বশেষ সংস্করণ রাখলে। যেই প্লাগিনটি ক্রাশ করছে তার নাম ভুল বার্তাই পাওয়া যাবে।

Plugin name crash notification Fx21

কোথা থেকে আমি Adobe Flash সংক্রান্ত আরও তথ্য পাব?

দেখুন Adobe Flash প্লাগিন ক্র্যাশ করেছে - আবার ক্র্যাশ হওয়া বন্ধ করুন

Flex দিয়ে Flash এর জন্য ডেভলপ করা?

ব্রেকপয়েন্ট Firefox এর হ্যাং সুরক্ষা চালু করে করতে পারে। dom.ipc.plugins.timeoutSecs এর মান -1 নির্বাচন করে আপনি হ্যাং সুরক্ষা বন্ধ করতে পারেন। আরো জানতে MDN ডকুমেন্টেশন দেখুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন