Firefox New Tab page সচরাচর ভ্রমণ করা সাইটগুলোর ছবি প্রদর্শন করে থাকে। মাঝেমধ্যেই এর কিছু কিছু অংশ এমনকি সবগুলো ছবিই অপ্রদরশিত হতে পারে। এর কারণ ও কিভাবে সেগুলো ফিরে পাওয়া যেতে পারে এখানে তা বর্ণনা করা হয়েছে ।
ছবিটি আবার টগল করুন
পাতাটির উপরের ডান কর্নারে একটি ছোট গ্রিড বাটন আছে যেটি ছবি টগল করে উপরে নিয়ে আসে আবার টগল বন্ধও করে। ছবিগুলোর উপর ক্লিক করেই এগুলো রান করা সম্ভব
Firefox এর নতুন ট্যাব এর পাতার জন্য নতুন ছবি তৈরি করা
নতুন পাতা তৈরির মাধ্যমে ওয়েবসাইটগুলো আবার ভ্রমণ করতে চাইলে ছবিগুলো আবার দেখা হবে।
- ট্যাব স্ট্রিপের বাটনে ক্লিক করে নতুন ট্যাব এর পাতা তৈরি করুন।
- কোন একটি ওয়েবসাইটে যেতে ফাঁকা ছবির স্থানে ক্লিক করুন। মনে রাখবেন নতুন পাতা তৈরির ক্ষেত্রে কেবল বাম-ক্লিক এর বিষয়টি কাজ করে না।
- এটি গুরুত্বপূর্ণ - ওয়েবসাইটটির লোডিং সম্পন্ন হতে দিন (ট্যাব এর উপর ঘূর্ণায়মান সবুজনীলকমলা রঙের লোডিং চিহ্নটি না থামা পর্যন্ত অপেক্ষা করুন)।
- পুনরায় নতুন ট্যাব এর পাতা খুলুন এবং সেখানে পূর্বের ভ্রমণ করা সাইটটির ছবি দেখতে পাবেন।
- বাকি অনুপস্থিত ছবিগুলোর ক্ষেত্রেও একই কাজ করুন।