কিভাবে নিরাপদ ওয়েবসাইট গুলোর সময় সংক্রান্ত ত্রুটি সমাধান করা যায়

Firefox Firefox নির্মিত: 80% of users voted this helpful

নিরাপদ ওয়েবসাইট গুলো বলতে আমরা সেসব ওয়েবসাইট কে বুঝি (যেসব URL এর শুরুতে "https://") থাকে এবং সেই ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ের জন্য Certificates থাকে। যদি কোন ওয়েবসাইট নির্দিষ্ট সময়ের মধ্যে certificate দেখায় যা আপনার কম্পিউটারের সিস্টেম ঘড়ির সাথে মিলেনা, তাহলে Firefox আপনার সংযোগটি নিরাপদ কিনা তা পরীক্ষা করতে ব্যর্থ হয় এবং "Your connection is not secure" ত্রুটি পাতায় নিয়ে আসে। একটি certificate প্রত্যাহার করার পূর্বে পরীক্ষার জন্য কিছু পদ্ধতি রয়েছে যা নির্ভর করছে আপনার সিস্টেম ও ওয়েবসার্ভার নিজে থেকেই সঠিক সময় নির্ধারণ করছে কিনা তার উপর।

এই ধরনের সমস্যা সমাধানের জন্য আপনার কম্পিউটার সিস্টেমের সঠিক তারিখ, সময় এবং সময় অঞ্চল সঠিকভাবে নির্ধারণ করে দেখতে পারেন। যদি এটাতে সমাধান না হয়, তবে এটি ওয়েব সার্ভারের ত্রুটির কারণে হতে পারে।

সময় সংক্রান্ত ত্রুটির জন্য যেসকল কোডের সম্মুখীন হতে পারেন তার তালিকা

যদি আপনি "Your connection is not secure" এমন ত্রুটি পাতা দেখতে পান, তাহলে ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানতে এই Advanced বাটনে চাপুন। নিচের এই সকল ত্রুটি গুলো তখনই দেখাবে যখন সময় সংক্রান্ত জটিলতার কারণে সংযোগ নিরাপদ নয়:

SEC_ERROR_EXPIRED_CERTIFICATE
SEC_ERROR_EXPIRED_ISSUER_CERTIFICATE
SEC_ERROR_OCSP_FUTURE_RESPONSE
SEC_ERROR_OCSP_OLD_RESPONSE
MOZILLA_PKIX_ERROR_NOT_YET_VALID_CERTIFICATE
MOZILLA_PKIX_ERROR_NOT_YET_VALID_ISSUER_CERTIFICATE

ত্রুটি পাতায় প্রদর্শিত বিষয়বস্তু আপনাকে সর্তক করবে যখন Firefox নিশ্চিত হবে আপনার সিস্টেমের সময় সম্ভবত ভূল রয়েছে এবং বর্তমানে আপনার সিস্টেমের মধ্যে নির্ধারিত তারিখ এবং সময় দেখান। ঘড়ির সেটিংস যদি ভুল থাকে তবে সঠিক সময় অনুযায়ী তা ঠিক করা উচিত নিচে বর্ণিত অনুযায়ী. যদি প্রদর্শিত সময় সেটিংস সঠিক দেখায় তবুও নিশ্চিত হওয়ার জন্য আপনার নিজের অবস্থান অনুযায়ী সময় অঞ্চল মিলিয়ে নিবেন।

আপনার সিস্টেমের ঘড়িতে সঠিক সময় নির্ধারন করুন

আপনার সিস্টেমে নৈকতলীয় সময় নির্ধারনের কারণে নিরাপদ ওয়েবসাইটে সময় সংক্রান্ত ত্রুটি দেখা দেয়, যা আপনি সঠিক তারিখ সেটিং, সময় এবং সময় অঞ্চল নির্ধারন করার মাধ্যমে সমাধান করতে পারেন:

  1. আপনার Windows এর Windows Key Start বাটন চাপুন অথবা কিবোর্ড থেকে Windows কী চাপ দিন।
  2. Start মেন্যু থেকে, Settings নির্বাচন করুন।
  3. সেটিংস থেকে, Time & language নির্বাচন করুন।
  4. Date & time এখানে গিয়ে আপনার বর্তমান তারিখ ও সময় সেটিংস দেখতে পারেন। সেটিংস পরিবর্তন করতে Change এখানে গিয়ে Change date and time অথবা এখান থেকে Time zone নির্বাচন করুন।
    যদি আপনার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে ফেলে তাহলে আপনাকে নিজ উদ্দ্যোগে পরিবর্তন করতে হবে।
  5. যদি আপনার পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে সেটিংস উইন্ডো টি বন্ধ করে দিন।
  1. Start Screen এ গিয়ে Desktop এ চাপুন। তাহলে Desktop সামনে চলে আসবে।
  2. Desktop থেকে, ডান দিকের নিচের অংশে মাউস রাখুন।
  3. Settings থেকে Control Panel নির্বাচন করুন। Control Panel উইন্ডো সামনে চলে আসবে।
    Control Panel - Win8
  4. Control Panel এর মধ্যে Clock, Language, and Region চাপুন এবং Date and Time নির্বাচন করুন।
  5. যেই উইন্ডো সামনে আসে সেখানে বর্তমান তারিখ ও সময় দেখায়। পরিবর্তন করতে Change date and time চাপুন অথবা Change time zone -এ চাপ দিন।
  6. পরিবর্তন নিশ্চিত করতে OK চাপ দিন।

আরো তথ্য জানতে Microsoft এর Set the clock এই আর্টিকেল দেখুন।

  1. আপনার Windows এর Windows Key Start বাটন চাপুন অথবা কিবোর্ড থেকে Windows কী চাপ দিন।
  2. Start মেন্যু থেকে, Control Panel চাপুন।
    Control Panel - Win7
  3. Control Panel এর মধ্যে Clock, Language, and Region চাপুন এবং Date and Time নির্বাচন করুন।
  4. যেই উইন্ডো সামনে আসে সেখানে বর্তমান তারিখ ও সময় দেখায়। পরিবর্তন করতে Change date and time চাপুন অথবা Change time zone -এ চাপ দিন।
  5. পরিবর্তন নিশ্চিত করতে OK চাপ দিন।

আরো তথ্য জানতে Microsoft এর Set the clock এই আর্টিকেল দেখুন।

  1. Windows বাটনে দিয়ে Start চাপুন এবং Control Panel নির্বাচন করুন।
    Control Panel - WinXP
  2. Control Panel উইন্ডোর মধ্যে Date, Time, Language, and Regional Options চাপুন এবং Date and Time নির্বাচন করুন।
  3. যেই উইন্ডো সামনে আসে সেখানে বর্তমান তারিখ ও সময় দেখায়।
  4. সেটিং পরিবর্তন করতে চাইলে Time Zone অংশে চাপ দিন।
  5. পরিবর্তন নিশ্চিত করতে OK চাপ দিন।

আরো তথ্য জানতে Microsoft এর To change your computer's time and time zone এই আর্টিকেল দেখুন।

  1. Apple মেন্যুতে চাপুন এবং System Preferences নির্বাচন করুন।
  2. যেই উইন্ডো সামনে আসবে সেখানে Date & Time অংশ খুঁজে নির্বাচন করুন।
  3. যেই অংশ সামনে আসে সেখানে বর্তমান তারিখ ও সময় দেখায়। সমন্বয় করতে Set date and time automatically নিষ্ক্রিয় করুন, নিজের প্রয়োজন মতো তারিখ ও সময় প্রয়োগ করে Save বাটনে চেপে নিশ্চিত করুন।
  4. আপনার বর্তমান সময় পর্যালোচনা করতে Time Zone অংশ চাপুন। সমন্বয় করতে Set time zone automatically using current location নিষ্ক্রিয় করুন, মানচিত্রে আপনার আনুমানিক অবস্থানের উপর চাপ দিন এবং নিম্ন তীর প্যানেলে আপনার নিকটতম শহর নির্বাচন করুন।
  5. আপনার পরিবর্তন গুলো সম্পন্ন হলে, তারিখ ও সময় অংশটি বন্ধ করুন।

আরো তথ্য জানতে Apple এর Set the date and time on your Mac এই আর্টিকেল দেখুন।

নোট: যদি আপনার কম্পিউটার বন্ধ করার পর প্রতিনিয়ত সময় পরিবর্তিত হয় তাহলে বোঝা যাচ্ছে, যেই ব্যাটারি সেল ঘড়িটি চালায় তা অনেক দুর্বল অথবা কর্মক্ষমতা হাড়িয়ে ফেলেছে। দয়াকরে একজন সুদক্ষ কারিগরের পরামর্শ নিন এবং CMOS ব্যাটারি পরিবর্তন করুন।

ওয়েবসাইটের মালিকের সাথে যোগাযোগ করুন

আপনি ইতিমধ্যে সিস্টেম ঘড়ির সঠিক সময় নির্ধারন করেছেন তবুও যদি নিরাপদ ওয়েবসাইটে সময় সংক্রান্ত কোন ত্রুটি পান তাহলে দয়া করে ওয়েবসাইট মালিকের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার কথা জানান এবং আপনি যে ব্যবহার করতে পারছেন না তা বলুন। খুব সম্ভবত ওয়েবসাইট টির মালিকের মেয়াদ উত্তীর্ণ certificate কে নবায়ন করতে হতে পারে।

সর্তকতা অবজ্ঞা করুন

সর্তকতা: প্রধান ওয়েবসাইট অথবা লেনদেন সম্পর্কিত ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কখনোই সতর্কতা অবজ্ঞা করা উচিত হবে না - এসব ক্ষেত্রে অবৈধ certificate দিয়ে তৃতীয় কোনো পক্ষ সংযোগ বিপদগ্রস্থ করে বিপদ আনতে পারে।

যদি ওয়েবসাইট অনুমতি প্রদান করে তাহলে, তাহলে আপনি তাৎক্ষণিক ভাবে সাইটে প্রবেশ করতে পারেন, এটি জানা সত্ত্বেও যে certificate টি বিশ্বস্ত নয়:

  1. সর্তকতা দেখানো পাতার মধ্যে, Advanced বাটনে চাপ দিন।
  2. Add Exception… বাটনে চাপুন। তারপর Add Security Exception ডায়ালগ আকারে বার্তা প্রদর্শিত হবে।
  3. ওয়েবসাইটির পুরো সমস্যাটি পড়ুন। View… বাটনে চাপ দিয়ে অবিশ্বস্ত certificate টির বিস্তারিত দেখুন।
  4. আপনি যদি নিশ্চিত হোন যে ওয়েবসাইটি আপনার জন্য বিশ্বস্ত তাহলে Confirm Security Exception বাটনে চাপ দিন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন