Firefox এ HTML5 ভিডিও ও অডিও দেখা

Firefox Firefox শেষ আপডেট: 81% of users voted this helpful

কোন ধরনের প্লাগইন ছাড়াই আপনি ওয়েব পেজে বিভিন্ন ধরনের ভিডিও ও অডিও চালাতে পারবেন। কোন কোন মিডিয়া ফরমেট চালাতে পারবেন এবং কিভাবে এদের নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও চালু করবেন তা এই নিবন্ধে বর্ণনা করা হয়েছে।

সমর্থিত ফরমেট

পেটেন্টের কারনে বিভিন্ন ধরনের অডিও-ভিডিও ফাইলের ব্যবহারের উপর নানা ধরনের বিধি-নিষেধ রয়েছে। তাই এদের চালানোর জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বিশেষ করে প্লাগইন (যেমন এসবের জন্য Flash) এর প্রয়োজন হয়। যদিও, Firefox উন্মুক্ত মিডিয়া এবং কিছু পেটেন্ট মিডিয়া ফরমেট কোন কিছু ছাড়াই চালাতে পারে।

উন্মুক্ত মিডিয়া

Firefox PCM এ প্রতি নমুনায় ৮ থেকে ১৬ বিটের আনকম্প্রেসড অডিও WAV কন্টেইনার ফরমেট (.wav, .wave ফাইল) চালাতে পারে।

Vorbis audio, Opus audio, Theora video, এবং VP8 video পেটেন্টের বিধি-নিষেধ ছাড়া ব্যবহার করার জন্য ফ্রি অডিও/ভিডিও কমপ্রেশন ফরমেট। এই কন্টেইনার ফরমেটগুলোতে থাকলে Firefox এ এদের চালানো যাবে: Ogg (.ogg, .oga, .ogv, .ogx, .spx, .opus ফাইল) অথবা WebM (.webm ফাইল)।

পেটেন্ট মিডিয়া

দ্রষ্টব্য: এই অংশটি Windows Vista এবং আপনার বর্তমান Firefox এর জন্য প্রযোজ্য নয়। এর জন্য Firefox এর সর্বশেষ সংস্করণ প্রয়োজন। mozilla.org/firefox থেকে Firefox এর সর্বশেষ সংস্করণ ডাউনলোড করুন।

MP3, AAC, এবং H.264/MPEG-4 AVC পেটেন্টেড audio/video কমপ্রেশন ফরমেট। MP4 কন্টেইনার ফরমেটে (.mp4, .m4a, .m4p, .m4b, .m4r, .m4v ফাইলে) এম্বেড করা থাকলে অপারেটিং সিস্টেমের বিল্ড-ইন লাইব্রেরি করে Firefox এ এদের দেখা যায় (ফলে Mozilla বা আপনাকে এর জন্য ফি দিতে হয় না)।

পরামর্শ: আপনার সিস্টেম পরীক্ষা করে দেখার জন্য camendesign.com এর “Video For Everybody” টেস্ট পেজে কিছু নমুনা ভিডিও রয়েছে।

অডিও-ভিডিও নিয়ন্ত্রন করা

নিয়ন্ত্রণ বার

আপনি যখন সমর্থিত মিডিয়া আছে এমন কোন ওয়েবসাইট প্রদর্শন করেন তখন মিডিয়ার উপর মাউস পয়েন্টার নিলে, প্লেব্যাক পরিচালনা করার জন্য কিছু নিয়ন্ত্রণ বাটন দেখতে পাবেন।

Video Controls

  • Play button: Video Play চালু করতে।
  • Pause button: Video Pause একবার চালু করার পর থামাতে।
  • Position slider: Video Progress Slider শুরু থেকে কত সময় পর্যন্ত চলেছে তা নির্দেশ করে। আগে পরে যেতে স্লাইডারের বামে ডানে টানুন।
  • Volume control: মিউট বা আনমিউট করতে ক্লিক করুন। ভলিউম ঠিক করতে এর উপর মাউস নিয়ে স্লাইডারে উপর নিচে টানুন।
    Video Sound Slider
  • Fullscreen button: Video Fullscreen ডিফল্ট সাইজে থাকলে পুরো স্ক্রিন জুড়ে দেখতে ক্লিক করুন।
  • Default size button: Video Default Size পুরো স্ক্রিন জুড়ে থাকলে ডিফল্ট সাইজে আনতে ক্লিক করুন।

কনটেক্সট মেনু নিয়ন্ত্রণ

কনটেক্সট মেনু (আনতে রাইট-ক্লিকCtrl-ক্লিক করুন) থেকে স্লাইডার ছাড়া উপরের নিয়ন্ত্রণগুলো করা যায়। এছাড়াও আপনি এখান থেকে:

  • প্লেব্যাকের হার বৃদ্ধি বা হ্রাস করা: Play Speed নির্বাচন করে গতি ঠিক করুন।
  • পরিসংখ্যান দেখা বা লুকানো (শুধুমাত্র ভিডিওর জন্য): ভিডিওর পরিসংখ্যান যেমন ফাইলের নাম, রেজুলেশন, ভলিউম, নমুনার হার এবং ফ্রেম নম্বর দেখতে Show Statistics নির্বাচন করুন। লুকাতে Hide Statistics নির্বাচন করুন।
  • নিয়ন্ত্রণ বার লুকানো: নিয়ের নিয়ন্ত্রণ বারটি লুকাতে Hide Controls নির্বাচন করুন। আবার দেখার জন্য Show Controls নির্বাচন করুন।

কিবোর্ড শর্টকাট

কোন ওয়েব পেজের মিডিয়ার উপর ক্লিক করলে এটি ফোকাস হয়ে যায়। এরপর আপনি চাইলে কিবোর্ড ব্যবহার করেও এর প্লেব্যাক নিয়ন্ত্রণ করতে পারেন।

Command Shortcut
চালু / বিরতি Space bar
ভলিউম কমাতে
ভলিউম বাড়াতে
অডিও মিউট করতে Ctrl + command +
অডিও আনমিউট করতে Ctrl + command +
১৫ সেকেন্ড পিছনে নিয়ে যেতে
১০ % পিছনে নিয়ে যেতে Ctrl + command +
১৫ সেকেন্ড সামনে নিয়ে যেতে
S১০ % সামনে নিয়ে যেতে Ctrl + command +
শুরুতে নিয়ে যেতে Home
শেষে নিয়ে যেতে End

মিডিয়া ফাইল সংরক্ষণ করা

ওয়েব পেজ হতে অডিও ফাইল কম্পিউটারে সংরক্ষণ করা:

  1. অডিও নিয়ন্ত্রণের উপর মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন এবং Save Audio As… নির্বাচন করুন।
  2. ফাইলটি কম্পিউটারে কোথায় সংরক্ষণ করবেন তা নির্বাচন করুন।

ওয়েব পেজ হতে ভিডিও ফাইল কম্পিউটারে সংরক্ষণ করা:

  1. ভিডিও নিয়ন্ত্রণের উপর মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন এবং Save Video As… নিয়ন্ত্রণ করুন।
    • ভিডিওর স্নাপশট নিতে চাইলে Save Snapshot As… নির্বাচন করুন।
  2. ফাইলটি কম্পিউটারে কোথায় সংরক্ষণ করবেন তা নির্বাচন করুন।

সংরক্ষিত ফাইল চালানো

ওয়েব পেজ থেকে সংরক্ষণ করা মিডিয়া ফাইলগুলো আপনার মিডিয়া প্লেয়ারে নাও চলতে পারে। এ ধরনের ফাইলগুলো চালাতে:

  1. Firefox চালু করুন।
  2. Ctrl + Ocommand + O ক্লিক করুন।
  3. যে ফাইলটি চালাতে চান সেটি খুঁজে বের করে Open ক্লিক করুন।

কোন সমস্যা হচ্ছে কি?

অডিও বা ভিডিও ফাইল নিয়ে কোন সমস্যা হলে নিচের নিবন্ধগুলো দেখুন:

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন