অ্যাড-অন বারের কী হয়েছে ?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ফায়ারফক্সের নতুন সংস্করণে অ্যাড-অন বার মুছে ফেলা হয়েছে এবং প্রধান মেনুতে অ্যাড-অন বাটন যুক্ত করা হয়েছে। কীভাবে তাদের প্রদর্শন পরিবর্তন করা যায় অথবা আপনি চাইলেই কিভাবে অ্যাড-অন বার আনতে পারবেন তা আমরা আলোচনা করব।

Add-ons in the toolbar - Win8

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স Beta এর জন্য প্রযোজ্য যা mozilla.org/beta থেকে ডাউনলোড করা যাবে।

আপনার টুলবারে অ্যাড-অন এর স্থান ঠিক করুন অথবা তাদের মেনুতে নিয়ে আসুন

আপনি অবশ্যই যেখানে অ্যাড-অন বাটন আছে তা নিজের মত সাজাতে পারবেন। তাদের টুলবারের অন্য কোন জায়গায় নিতে পারবেন অথবা মেনুতে নিতে পারবেন। এটা আপনার উপরে নির্ভর করে। চলুন চেষ্টা করি:

  1. মেনু বাটন "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন এবং Customize‌ নির্বাচন করুন।
    Customize Fx 29 Win8
  2. যখন আপনার সাজানো শেষ হয়ে যাবে, সবুজ রঙের Exit Customize বাটন ক্লিক করুন।

Add-on Bar Restorer ব্যবহার করে অ্যাড-অন বার ফিরিয়ে আনুন

আপনার যদি পুরাতন অ্যাড-অন বার পছন্দ হয় অথবা ফায়ারফক্স কাস্টমাইজ করতে আরও অপশন প্রয়োজন হয় তাহলে, Classic Theme Restorer অ্যাড-অন ইনস্টল করুন। যেভাবে করবেনঃ

দ্রষ্টব্য: মোজিলা , এই অ্যাড-অন বারটির ব্যবস্থাপনা করে না ।

    • এটি একবার ইনস্টল হয়ে গেলে, উইন্ডোর নিচের দিকে অ্যাড-অন বার দেখা যাবে।
  1. মেনু বাটন "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন এবং Customize নির্বাচন করুন।
  2. নিচে থাকা অ্যাড-অন বারে কোন কিছু যুক্ত করতে কোন ফিচার টেনে এনে ছেড়ে দিন।
  3. শেষ হয়ে গেলে, সবুজ রঙের Exit Customize বাটন ক্লিক করুন।

আপনার যদি এই অ্যাড-অন নিয়ে আরও সাহায্যের প্রয়োজন হয় তাহলে, তাহলে এই ডেভলপারকে - GiTcode@hush.com ইমেইল করুন।

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন