Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

বিভিন্ন ওয়েবসাইটকে প্রদান করা বিভিন্ন ধরনের সম্মতি খুঁজে পেতে সমস্যা হয় বলে ফায়ারফক্স এর Permissions Manager সুবিধাটি সকল বিষয় এক স্থানে সংগ্রহ করে রাখে। আপনি একটি নির্দিষ্ট সাইটের অনুমতি পরিবর্তন করতে পারেন বা সকল সাইটের জন্য পূর্ব নির্ধারিত সেটিং ব্যবহার করতে পারেন। এই নিবন্ধে আপনাকে এই সম্বন্ধে বলা হয়েছে।

দ্রষ্টব্য: সুনির্দিষ্ট ওয়েবসাইটের অনুমতি যেরকম প্লাগইন চালু বা বন্ধ করার বিষয়, এগুলো সে সাইটের Page Info এর Permissions প্যানেল হতে পরিবর্তন করা যায়। আরও তথ্যের জন্য Page info উইন্ডো - যে পেজে আছেন তার কারিগরী ডিটেলস দেখুন নিবন্ধটি দেখুন।

আমি কিভাবে Permissions Manager খুলব?

Permissions Manager খুলতে হলে, ওয়েবসাইট এর ঠিকানা লেখার লোকেশন বার এ শুধুমাত্র about:permissions শব্দটি লেখুন এবং Enter চাপ দিন। আপনার বর্তমান ট্যাবটি Permissions Manager হয়ে যাবে।
Permissions Manager Win1

Permissions Manager Mac1

হাতের বাম পাশে, আপনি একটি অনুসন্ধান বার দেখতে পারবেন যেখানে আপনি যেসকল পরিদর্শন করেছেন তার তালিকা দেখতে পারবেন। ডানদিকে, সেই ওয়েবসাইটের জন্য Firefox কি অনুমতি সংরক্ষণ করেছে তা দেখতে পারবেন।

Permissions Manager Win2

Permissions Manager Mac2


Permissions Manager Win2 Fx14


Permissions Manager Win2 Fx25

আমি কিভাবে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের অনুমতি পরিবর্তন করব?

একটি নির্দিষ্ট ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে, আপনাকে বাম দিকের তালিকা হতে সেই ওয়েবসাইটটি নির্বাচন করতে হবে। সহজে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি খুঁজে পেতে আপনি সেই ওয়েবসাইটের কিছু অংশ অনুসন্ধান বারে লিখতে পারেন। যখনই আপনি একটি সাইট নির্বাচন করবেন, তখন আপনি ডানদিক হতে সেই সাইটটির সেটিং পরিবর্তন করতে পারবেন।Permissions Manager Win3Permissions Manager Mac3

  • যখন আপনি একটি নির্দিষ্ট সাইট নিয়ে কাজ করবেন, তখন আপনি Forget About This Site বাটনে ক্লিক করতে পারেন, এর ফলে Firefox সেই সাইটটি সম্বন্ধে যে সকল তথ্য সংরক্ষণ করেছিলো, সেই তথ্যগুলো মুছে যাবে।
    সতর্কতা: সেই সাইটের সকল ধরনের ইতিহাস যেমন (ব্রাউজিং এবং ডাউনলোডের ইতিহাস, কুকিজ, ক্যাশ, চালু থাকা লগইন, পাসওয়ার্ড, তথ্য সংরক্ষণ, কুকিজ, ছবি, পপ আপ এর ব্যাতিক্রম ) মুছে যাবে।

সকল ওয়েবসাইট এর জন্য পূর্বনির্ধারিত অনুমতি আমি কিভাবে পরিবর্তন করব?

সকল ওয়েবসাইট এর জন্য পূর্বনির্ধারিত অনুমতি পরিবর্তন করতে হলে, ওয়েবসাইট এর তালিকা হতে All Sites নির্বাচন করুন। সকল ওয়েবসাইট এর জন্য পূর্বনির্ধারিত অনুমতি ডানদিকে থাকা সেটিং দেখায়।Permissions Manager Win4Permissions Manager Mac4

কি কি অনুমতি আমি পরিবর্তন করতে পারব?

দ্রষ্টব্য: আপনি কি কি অনুমতি পরিবর্তন করতে পারবেন ও প্রতিটি অনুমতিতে কি কি অপশন থাকবে তা নির্ভর করে আপনি একটি ওয়েবসাইট এর অনুমতি পরিবর্তন করছেন নাকি সকল ওয়েবসাইট এর অনুমতি পরিবর্তন করছেন।

Permissions Manager সুবিধাটি আপনাকে নিচের সেটিংগুলো পরিবর্তনের সুযোগ দিবে:

  • Store passwords: Firefox সেই ওয়েবসাইট এর পাসওয়ার্ড সংরক্ষণ করবে কিনা তা নির্ধারন করুন। Password Manager খুলতে Manage Passwords... বাটনে কিক করুন, Password Manager হতে আপনি কোন একটি নির্দিষ্ট ওয়েবসাইট এর সংরক্ষিত পাসওয়ার্ড দেখেতে বা মুছতে পারবেন। এ সম্বন্ধে আরও জানতে Password manager - Remember, delete, change and import saved passwords in Firefox নিবন্ধটি দেখুন।
  • Share Location: Firefox নির্দিষ্ট একটি ওয়েবসাইট কে আপনার অবস্থান সম্বন্ধে জানাবে কিনা তা নির্ধারন করুন। এ সম্বন্ধে আরও জানতে Location-Aware Browsing FAQ নিবন্ধটি দেখুন।
    দ্রষ্টব্য: আপনার পাবলিক আইপি এড্রেস সবসময় দেখা যাবে। যেটি ব্যাবহার করে আপনার অবস্থান যেমন শহর, দেশ ইত্যাদি নির্নয় করা যেতে পারে।
  • Set Cookies: ওয়েবসাইট আপনার কম্পিউটারে কুকিজ সংরক্ষণ করতে পারবে কিনা বা করতে পারলেও কত দীর্ঘক্ষণ ধরে সেই কুকিজ থাকবে তা নির্ধারন করুন। Remove All Cookies বাটন এ ক্লিক করে আপনি সকল কুকিজ মুছে ফেলেতে পারবেন অথবা Manage Cookies... বাটনে ক্লিক করে সুনির্দিষ্ট কোন ওয়েবসাইট এর কুকিজ মুছতে পারেন। ফায়ারফক্স শুধুমাত্র "First Party" কুকিজ গ্রহণ করবে তাও আপনি নির্ধারন করে দিতে পারেন। এর ফলে Firefox শুধুমাত্র আপনার পরিদর্শন করা ওয়েবসাইট গুলোর কুকিজ সংরক্ষণ করবে। আরও তথ্যের জন্য কুকি - এমন তথ্য যা কোনো ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে নিবন্ধটি দেখুনSet Cookies: ওয়েবসাইট আপনার কম্পিউটারে কুকিজ সংরক্ষণ করতে পারবে কিনা বা করতে পারলেও কত দীর্ঘক্ষণ ধরে সেই কুকিজ থাকবে তা নির্ধারন করুন। Remove All Cookies বাটন এ ক্লিক করে আপনি সকল কুকিজ মুছে ফেলেতে পারবেন অথবা Manage Cookies... বাটনে ক্লিক করে সুনির্দিষ্ট কোন ওয়েবসাইট এর কুকিজ মুছতে পারেন। আরও তথ্যের জন্য কুকি - এমন তথ্য যা কোনো ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে নিবন্ধটি দেখুন।
  • Open Pop-up windows: ওয়েবসাইট পপ-আপ উইন্ডো খুলতে পারবে কিনা তা নির্ধারন করুন। বিস্তারিত জানতে পপ-আপ ব্লকের সেটিং, ব্যাতিক্রমসমূহ এবং সমস্যাকালীন সমাধান নিবন্ধটি দেখুন।
  • Maintain Offline Storage: ওয়েবসাইট আপনার কম্পিউটারে তথ্য জমা রাখতে পারবে কিনা তা নির্ধারন করুন। এই তথ্য জমা রাখার ফলে ইন্টারনেট না থাকা অবস্থায়ও আপনি তা ব্যাবহার করতে পারবেন।
  • Plugins: Firefox স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট দেখার সময় প্লাগইন চালু করবে কিনা তা নির্ধারন করুন।
    দ্রষ্টব্য: আপনি যদি "Always Ask" নির্ধারন করে দেন যাতে ফায়ারফক্স সকল ওয়েবসাইট দেখানোর ক্ষেত্রে আপনাকে প্লাগইন সচল করার জন্য অনুরোধ করে, তাহলে আপনি একটি নির্দিষ্ট সাইটের জন্য অনুমতি নির্ধারণ করতে পারবেন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন