ব্যক্তিগত ব্রাউজিং- আপনি যে সকল সাইট ব্রাউজ করেন তার কোন তথ্য সংরক্ষণ না করেই ব্রাউজ করুন

Firefox Firefox শেষ আপডেট: 85% of users voted this helpful

আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন তখন ফায়ারফক্স আপনার অনেক তথ্য মনে রাখে। যেমন আপনি কোন কোন সাইট পরিদর্শন করেছেন। হয়তোবা এমন অনেক সময় আসতে পারে, যখন আপনি চাইবেন না যে আপনি পরিদর্শন করা সাইটগুলো আপনার কম্পিউটারের অন্য সকল ব্যবহারকারীরা দেখুক। যেমন ধরুন কাউকে চমকে দেওয়ার জন্য আপনি হয়ত কোন উপহার কিনলেন অনলাইনে থেকে। কোন সাইট বা কোন পেজ আপনি পরিদর্শন করেছেন এ ধরনের তথ্য সংরক্ষণ না করেই ইন্টারনেট ব্রাউজিং করার জন্য ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে সকল ব্যবস্থা করে দেয়।

এছাড়াও ব্যক্তিগত ব্রাউজিং ব্যক্তিগত ব্রাউজিং এ ট্র্যাকিং সুরক্ষা এর অন্তর্ভুক্ত, যা একাধিক সাইট দিয়ে আপনার ব্রাউজিং ইতিহাস ট্র্যাকিং থেকে কোম্পানিকে বাধা দেয়। ফায়ারফক্স এ ট্র্যাকিং সুরক্ষা মাধ্যমে ব্যক্তিগত ব্রাউজিং সম্পর্কে আরো জানতে, দেখুন ব্যক্তিগত ব্রাউজিং এ ট্র্যাকিং সুরক্ষা

এটা কিভাবে কাজ করে তা আমরা আপনাকে দেখাব।

গুরুত্বপূর্ণ: ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে ইন্টারনেটে ছদ্মবেশী করবে না। আপনি কী ব্রাউজ করেছেন তা আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী, নিয়োগকর্তা অথবা সাইটগুলো বলতে পারবে। ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে Keylogger অথবা Spyware থেকেও রক্ষা করতে পারবে না।


কিভাবে নতুন ব্যক্তিগত উইন্ডো খুলব?

নতুন ব্যক্তিগত উইন্ডো খোলার দুটি পদ্ধতি রয়েছে।

একটি নতুন, খালি ব্যক্তিগত উইন্ডো খুলুন

  • মেনু New Fx Menu বাটনে ক্লিক করে New Private Window বাটনটি ক্লিক করুন।
    private browsing - fx29 - winxpprivate browsing - fx29 - win8private browsing - fx29 - macprivate browsing - fx29 - linux
  • যেকোন লিংকে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন করুন এবং কনটেক্স মেনু থেকে Open Link in New Private Window নির্বাচন করুন।
    Link in Private Window Fx20 WinXPLink in Private Window Fx20 Win7Link in Private Window Fx20 MacLink in Private Window Fx20 Lin
পরামর্শ: ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডোর উপরের দিকে একটি বেগুনী রঙের মুখোশ থাকবে।
Mask - WinXPMask - Win8Mask - MacMask - Linux


ব্যক্তিগত ব্রাউজিং কি কি সংরক্ষন করে না?

  • ব্রাউজ করা পৃষ্ঠা: ইতিহাস মেনুর তালিকা, লাইব্রেরি উইন্ডো তালিকা, অথবা অসাম বার ঠিকানার তালিকায় কোন সাইট যুক্ত হবে না।
  • ফর্ম এবং অনুসন্ধান বারের তথ্য: আপনি কোন ওয়েব পৃষ্ঠার টেক্সট বক্সে অথবা অনুসন্ধান বারে যাই লেখেন না কেন তা স্বয়ংক্রিয়ভাবে ফর্ম পূরন করার জন্য সংরক্ষিত হবে না।
  • পাসওয়ার্ড: কোন নতুন পাসওয়ার্ড সংরক্ষিত হবে না।
  • ডাউনলোডকৃত ফাইলের তালিকা: ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করার পরে ডাউনলোড উইন্ডো তে ব্যক্তিগত ব্রাউজিং এর সময় ডাউনলোডকৃত কোন ফাইলের তালিকা দেখাবে না।
  • কুকি: আপনি যে সকল ওয়েব সাইট ব্রাউজ করেছেন তার তথ্য যেমন সাইট অনুযায়ী পছন্দ, লগইনের অবস্থা, এবং Adobe Flash এর মতন প্লাগিন সমূহ কী তথ্য ব্যবহার করছে কুকি তা সংরক্ষণ করে। কোন তৃতীয় পক্ষ কুকি ব্যবহার করে আপনাকে অনুসরণ করতে পারে। অনুসরণ করা সম্পর্কে আরো জানতে, কিভাবে আমি অনুসরণ করবে না সুবিধাটি চালু করব? দেখুন।
  • ওয়েব ক্যাশ ফাইল এবং অফলাইন ওয়েবের কন্টেন্ট এবং ব্যাবহারকারীর তথ্য : ইন্টারনেটের অস্থায়ী ফাইল (ক্যাশ) সংরক্ষন করা হবে না এবং আরও ওয়েবসাইট যেসকল ফাইলসমূহ অফলাইনে ব্যাবহার করার জন্য সংরক্ষন করে থাকে, তাও সংরক্ষন করা হবে না।
দ্রষ্টব্য:
  • ব্যক্তিগত ব্রাউজিং ব্যবহার করার সময় আপনি যেসকল বুকমার্ক তৈরী করবেন, সেই সকল বুকবার্কগুলো সংরক্ষন করা হবে।
  • ব্যক্তিগত ব্রাউজিং ব্যবহার করার সময় আপনি যে সকল ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন সে সকল ফাইল আপনার কম্পিউটারে সংরক্ষন করা থাকবে।

ব্যক্তিগত ব্রাউজিং এ Firefox Hello ব্যবহারযোগ্য না ।


আমি কি সবসময় ব্যক্তিগত ব্রাউজিং করার জন্য ফায়ারফক্স সেট করতে পারি।?

ফায়ারফক্স ডিফল্টরূপে ইতিহাস স্মরণ রাখতে সেট করা হয় কিন্তু আপনি আপনার ফায়ারফক্স Privacy তে গিয়ে এর Setting পরিবর্তন করতে পারেন। OptionsPreferences ফায়ারফক্স মেনুতে New Fx Menu ক্লিক করুন, OptionsPreferences নির্বাচন করুন এবং Privacy প্যানেল)নির্বাচন করুন।যখন আপনি আপনার ইতিহাস সেটিং Never remember history এ পরিবর্তন করবেন,এটি সবসময় Private Browsing mode থাকার সমান। বিস্তারিত তথ্যের জন্য, প্রাইভেসি, ব্রাউজিং ইতিহাস ও do-not-track এর সেটিংস দেখুন।

গুরুত্বপূর্ণ:যখন ফায়ারফক্স কে Never remember history এ সেট করা হবে, আপনি প্রতিটি উইন্ডোর উপরের বেগুনী রঙের মাস্ক দেখতে পাবেন না,এমনকি যদিও আপনার Private Browsing mode কার্যকর থাকে। স্বাভাবিক ব্রাউজিং পুনরুদ্ধার করতে, আপনার Privacy তে যান [[T:optionsorpreferences] এবং ফায়ারফক্স কে Remember history তে সেট করুন।

Firefox কি ধরনের তথ্য সংরক্ষন করবে তা নির্ধারনের জন্য অন্যান্য উপায়

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন