আপনি যদি Firefox নিয়ে সমস্যার সম্মুখীন হন, রিফ্রেশ আপনাকে সাহায্য করতে পারে। Firefox রিফ্রেশ সুবিধাটি আপনার গুরুত্বপূর্ণ তথ্য যেমন বুকমার্ক ওপেন ট্যাব এগুলো সংরক্ষণ করে Firefox কে ডিফল্ট অবস্থায় নিয়ে Firefox এর বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে।
Firefox রিফ্রেশ করুন
- যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।- আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
- চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর বাটনে ক্লিক করুন।
- Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।
এই রিফ্রেশ সুবিধাটি কী করে?
আপনার ফায়ারফক্সের সকল সেটিং এবং ব্যাক্তিগত তথ্যসমূহ profile folder সংরক্ষণ করা হয়ে থাকে। রিফ্রেশ সুবিধাটি আপনার জন্য একটি নতুন প্রোফাইল ফোল্ডার তৈরী করে এবং সাথে সাথে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ সংরক্ষণ করে রাখে।
Add-ons সাধারণত Firefox প্রোফাইল ফোল্ডারের ভিতরে সংরক্ষিত থাকে, যেমন extensions এবং themes, অপসারণ করা হবে। Add-ons যেগুলো অন্যান্য স্থানে সংরক্ষিত থাকে , যেমন plugins, সেগুলো সরানো হবে না কিন্তু কোন পরিবর্তিত পছন্দ (যেমন যেসকল plugins আপনার নিষ্ক্রিয় করা আছে)) পুনরায় সেট করা হবে।
Firefox নিম্নোক্ত অনুচ্ছেদগুলো সংরক্ষণ করবে:
- বুকমার্কসমূহ
- ব্রাউজিং এবং ডাউনলোড ইতিহাস
- পাসওয়ার্ডসমূহ
- খোলা উইন্ডোগুলো, ট্যাবগুলো এবং ট্যাবগ্রুপ
- কুকিসমূহ
- ওয়েবের ফরমগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণের তথ্যসমূহ
- ব্যাক্তিগত অভিধান
এই বিষয়বস্তু এবং সেটিংগুলো মুছে ফেলা হবে:
- Extensions and themes,
- ওয়েবসাইট এর অনুমতিগুলো
- গুরুত্বপূর্ণ পরিবর্তিত পছন্দসমূহ
- Added search engines
- DOM স্টোরেজ
- Security certificate এবং ডিভাইস সেটিং
- Download actions
- প্লাগিন সেটিংস
- ব্যাবহারকারির স্টাইল (chrome subfolder containing userChrome and/or userContent CSS files, যদি পূর্বে তৈরি করা থাকে ।)