প্রোফাইল - যেখানে Firefox আপনার বুকমার্ক, পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যবহারকারীর তথ্য সংরক্ষন করে

Firefox Firefox শেষ আপডেট: 80% of users voted this helpful

Firefox ব্রাউজারে যে এক্সটেশন আপনি ইন্সটল করেছেন, ব্রাউজারে যে পরিবর্তনগুলো করে থাকেন যেমন হোম পেজ, ব্যবহার করা টুলবারগুলো, সংরক্ষিত পাসওয়ার্ড, বুকমার্ক ইত্যাদি একটি বিশেষ ফোল্ডারে সংরক্ষিত থাকে। একে "প্রোফাইল" বলা হয়। প্রোফাইল ফোল্ডারটি Firefox এর ফাইলগুলো থেকে আলাদা করে রাখা হয়, যেন Firefox এ কোন সমস্যা হলেও আপনার তথ্যগুলো সুরক্ষিত থাকে। এছাড়া এর ফলে, আপনি আপনার তথ্য সুরক্ষিত রেখেই Firefox ব্রাউজারকে মুছে ফেলতে পারবেন। অথবা কোন সমস্যা হলে বা আপনার তথ্য মুছে ফেলতে আপনাকে Firefox পুনরায় ইনস্টল করতে হবে না।

এই তথ্যগুলো এখানে প্রাসঙ্গিক বিষয় হিসেবে দেয়া হয়েছে। অন্য কোন নিবন্ধ থেকে না বলা হলে, আপনাকে এগুলো অনুসরন করতে হবেনা।

কিভাবে আমার প্রোফাইল খুজে পাবো?

  1. Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

Firefox না খুলেই আপনার প্রোফাইল খুজে বের করুন

FireFox আপনার প্রোফাইল ডাটা আপনার কম্পিউটারে জমা রাখে। সাধাণত: C:\Users\<your Windows login username>\AppData\Roaming\Mozilla\Firefox\Profiles\

Windows {AppData} এই ফোল্ডারটি লুকিয়ে রাখে, আপনি আপনার প্রোফাইল ফোল্ডার দেখতে পারবেন এইটি অনুসরন করার মাধ্যমে:

  1. কীবোর্ডে Windows Key+R প্রেস করুন। একটি রান ডায়লগ খুলবে।
  2. টাইপ করুন:
    %APPDATA%\Mozilla\Firefox\Profiles\
  3. OK ক্লিক করুন। একটি উইন্ডো খুলবে সেই ফোল্ডার সহ।
  4. ডবল ক্লিক করুন সেই ফোল্ডারে যা আপনি খুলতে চান। আপনার যদি একটি প্রোফাইল থাকে সেটা “default” ফোল্ডার নামে খুলবে।
  1. স্টার্ট স্ক্রিন থেকে Desktop টাইলে ক্লিক করুন। ডেস্কটপ চালু হবে।
  2. Charm এ প্রবেশ করতে ডেস্কটপ থেকে নিচের ডান কোনায় মাউস নিয়ে রাখুন।
  3. Search charm বাছাই করুন। অনুসন্ধান করার সাইডবার চলে আসবে।
  4. অনুসন্ধান বক্সে, Enter প্রেস না করে টাইপ করুন:
    %APPDATA%\Mozilla\Firefox\Profiles\
    । প্রোফাইলের একটি লিস্ট চলে আসবে।
  5. আপনি খুলতে চান এমন প্রোফাইল ফোল্ডারে ক্লিক করুন (এটি একটি উইন্ডোতে খোলা হবে)। নামের সাথে “default” শব্দটি থাকা ফোল্ডারটি নতুন উইন্ডোতে খুলতে তাতে ক্লিক করুন।

  1. Windows এর Start বাটনে ক্লিক করুন । স্টার্ট মেনু ওপেন হয়ে যাবে ।
  2. সার্চ মেনুর একদম উপরের সার্চ বক্সে, Enter প্রেস না করে টাইপ করুন :
    %APPDATA%\Mozilla\Firefox\Profiles\
    । প্রোফাইলের একটি তালিকা স্টার্ট মেনু এর উপরের অংশে প্রদর্শিত হবে ।
  3. প্রোফাইলের উপরে ক্লিক করে যেকোন ফোল্ডার ওপেন করেন(এটা একটি উইন্ডো ওপেন হবে।)। যদি আপনার একটি প্রোফাইল, তাহলে এটির নাম দেখাবে "default" ।

    ab167bec686b081a25849c98d6bf9ea7-1258940859-69-1.png
  • অন্যভাবে আপনি আপনার প্রোফাইল খুজে পেতে পারেন কিবোর্ড কি চাপ দিয়ে Windows Key} এবং তারপর টাইপ করুনঃ %APPDATA%\Mozilla\Firefox\Profiles\
Note: {AppData} এবং অন্যান্য লুকানো ফাইল দেখার জন্য দেখুনঃ Show hidden files - Windows Help.
  1. Windows এর Start বাটনে ক্লিক করুন, এবং Run… বাছাই করুন।

    win-run.png

  2. %APPDATA%\Mozilla\Firefox\Profiles\
    তারপর OK বাটনে ক্লিক করুন। তারপর আপনারই প্রোফাইল ফোল্ডারটি খুলবে।

    win-rundialog.png
  3. ডাবল-ক্লিক করলে প্রোফাইল ফোল্ডার সহ একটি উইন্ডো চালু হবে। যদি আপনার একটি প্রোফাইল থাকে তাহলে এটি “default” নামে দেখাবে।
  1. আপনার Mac ইউজার একাউন্টের লাইব্রেরী ফোল্ডার খুলুন:
  2. ক্লিক করুন Finder আইকনে ক্লিক করুন। মেনু বার এ, ক্লিক Go মেনুটি,

চাপ দিয়ে ধরে থাকুন option or alt কি এবং নির্বাচিত করুন Library। উইন্ডো লাইব্রেরী ফোল্ডার তা চালু হবে।

  1. ফোল্ডার খুলুন Application Support ফোল্ডার, তারপর আবার খুলুন Firefox তারপর Profiles ফোল্ডারটি।
  2. আপনার প্রোফাইল ফোন্ডারটি এই ফোল্ডারের মধ্যে থাকবে।যদি আপনার একটি প্রোফাইল থাকে তবে এটি “default” নামে ফোল্ডারটি থাকবে।
  1. (Ubuntu) স্ক্রিন এর উপরের দিক থেকে Places মেনুতে ক্লিক করুন এবং Home Folder বাছাই করুন। ফাইল ব্রাউজার উইন্ডো চালু হবে।
  2. View মেনুতে ক্লিক করুন এবং Show Hidden Files বাছাই করুন, যদি তা আগে থেকে বাছাইকৃত না হয়ে থাকে।
  3. .mozilla নামক ফোল্ডারে ডাবল-ক্লিক করুন।
  4. firefox নামক ফোল্ডারে ডাবল-ক্লিক করুন। যদি আপনার একটি প্রোফাইল থাকে তবে এটি "default" নামে থাকবে।

প্রোফাইলে কি কি তথ্য সংরক্ষিত হয়?

দ্রষ্টব্যঃ এটি সম্পুর্ন লিস্ট নয়, এখানে শুধু কাজের প্রয়োজনে বেশি দরকারি বিষয়গুলো বর্ণনা করা হয়েছে।

  • ব্যবহারকারীর সুবিধা: prefs.js ফাইলটি ব্যবহারকারীর পছন্দ করা সেটিংস সংরক্ষণ করে,যেমন আপনি Firefox এ কোন ধরনের ডায়ালগ পরিবর্তন করেন OptionsPreferencesuser.js এটি ঐচ্ছিক ফাইল, যদি একটি বিদ্যমান থাকে, তাহলে কোন পছন্দ পরিবর্তন অগ্রাহ্য করা হবে।

প্রোফাইলের ব্যাবহার

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন