Firefox ব্রাউজারে যে এক্সটেশন আপনি ইন্সটল করেছেন, ব্রাউজারে যে পরিবর্তনগুলো করে থাকেন যেমন হোম পেজ, ব্যবহার করা টুলবারগুলো, সংরক্ষিত পাসওয়ার্ড, বুকমার্ক ইত্যাদি একটি বিশেষ ফোল্ডারে সংরক্ষিত থাকে। একে "প্রোফাইল" বলা হয়। প্রোফাইল ফোল্ডারটি Firefox এর ফাইলগুলো থেকে আলাদা করে রাখা হয়, যেন Firefox এ কোন সমস্যা হলেও আপনার তথ্যগুলো সুরক্ষিত থাকে। এছাড়া এর ফলে, আপনি আপনার তথ্য সুরক্ষিত রেখেই Firefox ব্রাউজারকে মুছে ফেলতে পারবেন। অথবা কোন সমস্যা হলে বা আপনার তথ্য মুছে ফেলতে আপনাকে Firefox পুনরায় ইনস্টল করতে হবে না।
সূচীপত্র
কিভাবে আমার প্রোফাইল খুজে পাবো?
মেনু বাটনে ক্লিক করে নির্বাচন করুন। হেল্প-এ ক্লিক করুন এবং মেনু ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে। হতে, নির্বাচন করুন।
- Application Basics এর নিচে আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে। এ ক্লিক করুন।
দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।
Firefox না খুলেই আপনার প্রোফাইল খুজে বের করুন
FireFox আপনার প্রোফাইল ডাটা আপনার কম্পিউটারে জমা রাখে। সাধাণত:
C:\Users\<your Windows login username>\AppData\Roaming\Mozilla\Firefox\Profiles\
Windows {AppData} এই ফোল্ডারটি লুকিয়ে রাখে, আপনি আপনার প্রোফাইল ফোল্ডার দেখতে পারবেন এইটি অনুসরন করার মাধ্যমে:
- কীবোর্ডে +R প্রেস করুন। একটি রান ডায়লগ খুলবে।
- টাইপ করুন:
%APPDATA%\Mozilla\Firefox\Profiles\ - ক্লিক করুন। একটি উইন্ডো খুলবে সেই ফোল্ডার সহ।
- ডবল ক্লিক করুন সেই ফোল্ডারে যা আপনি খুলতে চান। আপনার যদি একটি প্রোফাইল থাকে সেটা “default” ফোল্ডার নামে খুলবে।
- স্টার্ট স্ক্রিন থেকে Desktop টাইলে ক্লিক করুন। ডেস্কটপ চালু হবে।
- Charm এ প্রবেশ করতে ডেস্কটপ থেকে নিচের ডান কোনায় মাউস নিয়ে রাখুন।
- charm বাছাই করুন। অনুসন্ধান করার সাইডবার চলে আসবে।
- অনুসন্ধান বক্সে, Enter প্রেস না করে টাইপ করুন:
%APPDATA%\Mozilla\Firefox\Profiles\
। প্রোফাইলের একটি লিস্ট চলে আসবে। - আপনি খুলতে চান এমন প্রোফাইল ফোল্ডারে ক্লিক করুন (এটি একটি উইন্ডোতে খোলা হবে)। নামের সাথে “default” শব্দটি থাকা ফোল্ডারটি নতুন উইন্ডোতে খুলতে তাতে ক্লিক করুন।
- Windows এর বাটনে ক্লিক করুন । স্টার্ট মেনু ওপেন হয়ে যাবে ।
- সার্চ মেনুর একদম উপরের সার্চ বক্সে, Enter প্রেস না করে টাইপ করুন :
%APPDATA%\Mozilla\Firefox\Profiles\
। প্রোফাইলের একটি তালিকা স্টার্ট মেনু এর উপরের অংশে প্রদর্শিত হবে । - প্রোফাইলের উপরে ক্লিক করে যেকোন ফোল্ডার ওপেন করেন(এটা একটি উইন্ডো ওপেন হবে।)। যদি আপনার একটি প্রোফাইল, তাহলে এটির নাম দেখাবে "default" ।
- অন্যভাবে আপনি আপনার প্রোফাইল খুজে পেতে পারেন কিবোর্ড কি চাপ দিয়ে } এবং তারপর টাইপ করুনঃ %APPDATA%\Mozilla\Firefox\Profiles\
- Windows এর
বাটনে ক্লিক করুন, এবং বাছাই করুন। -
%APPDATA%\Mozilla\Firefox\Profiles\
তারপর বাটনে ক্লিক করুন। তারপর আপনারই প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
- ডাবল-ক্লিক করলে প্রোফাইল ফোল্ডার সহ একটি উইন্ডো চালু হবে। যদি আপনার একটি প্রোফাইল থাকে তাহলে এটি “default” নামে দেখাবে।
- আপনার Mac ইউজার একাউন্টের লাইব্রেরী ফোল্ডার খুলুন:
- ক্লিক করুন Finder আইকনে ক্লিক করুন। মেনু বার এ, ক্লিক মেনুটি,
চাপ দিয়ে ধরে থাকুন option or alt কি এবং নির্বাচিত করুন । উইন্ডো লাইব্রেরী ফোল্ডার তা চালু হবে।
- ফোল্ডার খুলুন Application Support ফোল্ডার, তারপর আবার খুলুন Firefox তারপর Profiles ফোল্ডারটি।
- আপনার প্রোফাইল ফোন্ডারটি এই ফোল্ডারের মধ্যে থাকবে।যদি আপনার একটি প্রোফাইল থাকে তবে এটি “default” নামে ফোল্ডারটি থাকবে।
- (Ubuntu) স্ক্রিন এর উপরের দিক থেকে মেনুতে ক্লিক করুন এবং বাছাই করুন। ফাইল ব্রাউজার উইন্ডো চালু হবে।
- মেনুতে ক্লিক করুন এবং বাছাই করুন, যদি তা আগে থেকে বাছাইকৃত না হয়ে থাকে।
- .mozilla নামক ফোল্ডারে ডাবল-ক্লিক করুন।
- firefox নামক ফোল্ডারে ডাবল-ক্লিক করুন। যদি আপনার একটি প্রোফাইল থাকে তবে এটি "default" নামে থাকবে।
প্রোফাইলে কি কি তথ্য সংরক্ষিত হয়?
- বুকমার্ক,ডাউনলোড এবং ব্রাউজিং ইতিহাস: places.sqlite ফাইলে Firefox আপনার সকল বুকমার্ক, ব্রাউজ করা সাইটগুলি এবং ডাউনলোড ফাইলগুলো সংরক্ষণ করে রাখে। bookmarkbackups ফোল্ডারে ব্যাকআপ ফাইল গুলো থাকে, যা চাইলে আপনি বুকমার্কে ফিরেয়ে নিতে পারেন। favicons.sqlite ফাইলে আপনার Firefox এর সকল বুকমার্ক এর ফ্যাবিকনগুলি থাকে। আরও জানতে, আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার এবং ব্যাকআপ থেকে বুকমার্কসগুলো পুনরুদ্ধার অথবা অন্য কম্পিউটারে স্থানান্তর নিবন্ধটি দেখুন।
- পাসওয়ার্ড:আপনার পাসওয়ার্ড সংরক্ষিত থাকে key4.db এবং logins.jsonফাইলে। আরও জানতে, Password manager - Remember, delete, change and import saved passwords in Firefox নিবন্ধটি দেখুন।
- সাইট সংক্রান্ত সেটিংস: permissions.sqlite এবং content-prefs.sqlite আপনার Firefox এর বিভিন্ন পারমিশন (যেমনঃ কোন সাইটে পপ-আপ দেখা যাবে) অথবা বিভিন্ন সাইট ভেদে এর জুম লেভেল ইত্যাদি সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে। আরও জানতে, ফন্ট আকৃতি এবং জুম- ওয়েবপেজগুলোর আকৃতি বৃদ্ধি করুন নিবন্ধগুলি দেখুন।
- সার্চ ইঞ্জিন: এই search.json.mozlz4 ফাইলে ইন্সটল সার্চ ইঞ্জিন সংক্রান্ত তথ্য জমা রাখে। আরও জানতে,Add or remove a search engine in Firefox নিবন্ধটি দেখুন।
- ব্যক্তিগত ডিকশনারী:এই persdict.dat ফাইলে আপনি Firefox এর ডিকশনারীতে যেসকল শব্দ যুক্ত করেছেন তা জমা থাকে। আরও জানতে, আমি কিভাবে Firefox-এ বানান পরীক্ষাকরন ব্যবহার করব নিবন্ধটি দেখুন।
- অটো-কমপ্লিট হিস্টোরি: এই formhistory.sqlite ফাইলটি আপনার Firefox এর সার্চ বারে করা বিভিন্ন অনুসন্ধান এবং ফর্ম পুরন করার বিভিন্ন তথ্য মনে রাখে। আরও জানতে, Firefox স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য ফর্মে পূরণ করবে কিনা তা নিয়ন্ত্রণ করুন নিবন্ধটি দেখুন।
- কুকিজ: কুকি হচ্ছে কিছু ক্ষুদ্র তথ্য যা বিভিন্ন ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে। এটা অনেকটা আপনার সাইটের সেটিংস বা লগইন এর তথ্যের ডাটা সংক্রান্ত। কুকিগুলো cookies.sqlite ফাইলে সংরক্ষিত হয়।
- ডোম-স্টোরেজ: ডোম-স্টোরেজ তৈরি করা হয়েছে আরও বড়, নিরাপদ এবং সহজে ব্যাবহারযোগ্য এবং কুকিতে ফাইল সংরক্ষনের বিকল্প হিসেবে। webappsstore.sqliteফাইলে বিভিন্ন ওয়েবসাইটের জন্য এবং chromeappsstore.sqlite ফাইলে about:* সকল পেইজের এর তথ্য সংরক্ষিত হয়। আরো FireFox সম্পর্কে এবং অ্যাড-অনস সম্পর্কে জানতে ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।
- এক্সটেনশানগুলি: extensions ফোল্ডারটি যদি থাকে এবং যদি extensions এই এক্সটেনশনটি ইন্সটল দেওয়া থাকে। আরও জানতে,ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুনদেখুন।
- সিকিউরিটি সার্টিফিকেট সেটিং: এই cert9.db ফাইলে আপনার সকল সিকিউরিটি সার্টিফিকেট বা ফায়ারফক্সে যুক্ত SSL সার্টিফিকেট এর তথ্য থাকে।
- সিকিউরিটি ডিভাইস সেটিং: pkcs11.txt ফাইলটি সিকিউরিটি মডিউল কনফিগারেশন করে।
- ডাউনলোড এ্যাকশন: handlers.json ফাইলে Firefox বিভিন্ন ফাইল কিভাবে পরিচালনা করতে তার সেটিংস থাকে। উদাহরণস্বরূপ, এই সেটিংসটি Firefox কে PDF ফাইল Acrobat Reader এ খুলতে পরিচালনা করে। বিস্তারিত জানতে, Firefox এ কি কি পরিবর্তন রয়েছে যখন আপনি একটি ফাইলে ক্লিক অথবা ডাউনলোড করুন নিবন্ধটি দেখুন।
- সংরক্ষিত সেশন:sessionstore.jsonlz4 ফাইলে আপনার বর্তমানে চালু উইন্ডো এবং ট্যাব এর তথ্য থাকে। আরও জানতে, পূর্ববর্তী সেশন পুনরূদ্ধার করুন - যখন ফায়ারফক্স Firefox সাম্প্রতিক সময়ে ব্যবহার করা ট্যাবগুলো এবং উইন্ডোগুলো দেখাচ্ছে নিবন্ধটি দেখুন।
- টুলবার কাস্টমাইজেশন: এই xulstore.json ফালইটি আপনার টুলবার এবং উইন্ডো এর আকার/অবস্থান সংক্রান্ত তথ্য জমা রাখে। আরও জানতে, ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন দেখুন।
- ব্যবহারকারীর সুবিধা: prefs.js ফাইলটি ব্যবহারকারীর পছন্দ করা সেটিংস সংরক্ষণ করে,যেমন আপনি Firefox এ কোন ধরনের ডায়ালগ পরিবর্তন করেন OptionsPreferences । user.js এটি ঐচ্ছিক ফাইল, যদি একটি বিদ্যমান থাকে, তাহলে কোন পছন্দ পরিবর্তন অগ্রাহ্য করা হবে।
প্রোফাইলের ব্যাবহার
- Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।
- Firefox এ প্রোফাইল তৈরি ও মুছে ফেলার জন্য প্রোফাইল ম্যানেজার ব্যবহার করুন নিবন্ধটি নতুন প্রোফাইল তৈরি এবং পুরোনো প্রোফাইল মুছে ফেলা সংক্রান্ত বর্ননা দেয়।
- ফায়ারফক্স প্রোফাইলে তথ্য ব্যাকআপ ও পুনঃস্থাপন করুন নিবন্ধটি কিভাবে প্রোফাইল ব্যাক-আপ বা রিস্টোর করতে হয় তা বর্ননা করে। এটি আপনাকে কিভাবে কোন প্রোফাইল হার্ডডিস্ক এর অন্য কোন জায়গায় বা অন্য কম্পিউটারে সংরক্ষণ করতে হয় তা বর্ণনা করে।
- একটি পুরানো প্রোফাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করুন কিভাবে নতুন প্রোফাইলে ফাইল কপি করতে হয় যা পুনরুদ্ধারের জন্য দরকারী তথ্য সংরক্ষণ করে ।