প্রাথমিকগুলো জানুন: শুরু করুন

Firefox-র সাথে শুরু করতে যাকিছু প্রয়োজন সব জানুন।

ডাউনলোডকৃত ফাইল অনুসন্ধান এবং ব্যবস্থা

ফায়ারফক্স ব্যবহার করার সময় আপনার ডাউনলোড উইন্ডোতে ডাউনলোড করা ফাইলগুলির সন্ধান রাখে। এই নিবন্ধটি প্রদর্শন করবে, কি তথ্য প্রদর্শিত হয়েছে,কি ভাবে ডাউনলোড উইন্ডোতে প্রবেশ করতে হয়,কিভাবে ডাউনলোড সেট এবং পরিচালনা করতে হয়।

Firefox Firefox শেষ আপডেট:

Firefox এবং ওয়েবসাইটের পূর্ণ পর্দায় কিভাবে যেতে হয়

ফায়ারফক্সকে পূর্ণ স্ক্রীণ ভরে দেখতে হলে আপনি "পূর্ণ স্ক্রীণ সুবিধাটি ব্যাবহার করে তা করতে পারেন। এই নিবন্ধটি ব্যাখ্যা করে কিভাবে এটি চালু এবং বন্ধ করতে হয়।

Firefox Firefox শেষ আপডেট:

কি-বোর্ড শর্টকাট – Firefox এর সাধারণ কাজগুলো করুন আরও দ্রুত

এটা হল ফায়ারফক্স এর কিবোর্ড সর্টকাট সেগুলো কাজ করবে ট্যাব,বুকমার্ক,ওয়েবে সার্চ এর ক্ষেত্রে,মিডিয়া চালাতে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে।

Firefox Firefox শেষ আপডেট:

Firefox এ প্রোফাইল তৈরি ও মুছে ফেলার জন্য প্রোফাইল ম্যানেজার ব্যবহার করুন

ফায়ারফক্স একটি প্রোফাইল ফোল্ডারে আপনার ব্যক্তিগত তথ্য এবং সেটিংস জমা করে রাখে। প্রোফাইল ম্যানেজার কিভাবে তৈরি করে, মুছে ফেলে, নাম পরিবর্তন করে এবং আবার কিভাবে প্রোফাইলে ফিরে আসে তা শিখুন।

Firefox Firefox শেষ আপডেট:

অনুসন্ধান বার - সহজেই আপনার পছন্দের অনুসন্ধান ইঞ্জিন নির্বাচন করুন

Firefox এর একটি বিল্ড-ইন সার্চ বার আছে যেখান থেকে সহজেই সার্চ ইঞ্জিন যেমন Yahoo, Bing এবং Google এ প্রবেশ করা যায়।সার্চ ইঞ্জিন যুক্ত,অপসারন এবং পরিবর্তন করা যায়।

Firefox Firefox শেষ আপডেট:

আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার

বুকমার্ক হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক। যা আপনাকে আপনার পছন্দের ওয়েবসাইটে সহজেই ঢুকতে সাহায্য করে। এই নিবন্ধটি বুকমার্ক তৈরি ও ব্যবস্থাপনা সম্পর্কে বর্ননা করে।

Firefox Firefox শেষ আপডেট:

পিনড ট্যাব - আপনার প্রিয় ওয়েবসাইটগুলো এক ক্লিকে খুলুন

পিনড ট্যাব (অথবা অ্যাপ ট্যাব) এর মাধ্যমে আপনি ফেসবুক কিংবা জিমেইলের মত আপনার পছন্দের ওয়েব অ্যাপগুলো এক ক্লিকে খুলতে পারবেন। কিভাবে পিনড ট্যাব ব্যবহার করবেন তা এই নিবন্ধে দেখানো হয়েছে।

Firefox Firefox নির্মিত:

ফায়ারফক্স এ পিডিএফ ফাইল দেখুন ডাউনলোড ছাড়াই

শিখুন কিভাবে ফায়ারফক্স উইন্ডোতে পিডিএফ ফাইল খুলতে হবে এবং ফাঁকা পৃষ্ঠার সাধারণ সমস্যা গুলো ঠিক করুন এবং ফাইল খোলা বদলে ফাইল ডাউনলোড করা।

Firefox Firefox নির্মিত:

Firefox এ সাধারণ কাজগুলো করতে মাউস শর্টকাট ব্যবহার করুন

Firefox এ মাউসের শর্টকাটের তালিকা যা দিয়ে আপনি ওয়েব সাইট ন্যাভিগেট করতে পারবেন, ট্যাব নিয়ে কাজ করতে পারবেন, জুম ইন এবং আউট করতে পারবেন। এছাড়া করতে পারবেন আরো অনেক কিছু।

Firefox Firefox নির্মিত:

ওয়েব পেজ থেকে যেভাবে লেখা কিংবা লিঙ্কের মাধ্যমে বিষয়বস্তু খোঁজা যায়

যখন আপনি Firefox দিয়ে কোন সাইট পরিদর্শন করেন, আপনি শব্দ,বাক্যাংশ কিংবা লিঙ্ক দিয়ে সেই পৃষ্ঠা থেকে কোন কিছু খুঁজতে পারেন। কীভাবে করবেন তা এই নিবন্ধ বর্ননা করে।

Firefox Firefox নির্মিত:

আমি কিভাবে Firefox-এ বানান পরীক্ষাকরন ব্যবহার করব

Firefox স্বয়ংক্রিয়ভাবে আপনি যা লিখেন তার বানান পরীক্ষা করে। অভিধান যুক্ত করা এবং দুর্ঘটনা বশত যোগকৃত একটি শব্দ মুছে ফেলার মত উপলব্ধ বিকল্প সমূহ সম্পর্কে জানুন।

Firefox Firefox নির্মিত:

একটি মাত্র উইন্ডোতে অনেক ওয়েবসাইট সাজানোর জন্য ট্যাব ব্যবহার করুন

একটি ওয়েবসাইট একটি ট্যাবে দেখানোর মাধ্যমে Firefox একটিমাত্র উইন্ডোতে একাধিক ওয়েবসাইট খুলতে দেয়। ট্যাবের সাধারণ কিছু ব্যবহার এই নিবন্ধে বর্ননা করা হয়েছে।

Firefox Firefox শেষ আপডেট:

বুকমার্ক ট্যাগ - সহজে খুঁজে বের করতে বুকমার্ক ভাগ করুন

আপনি বুকমার্কে "tags" ট্যাগ যুক্ত করতে পারবেন। ট্যাগ বুকমার্ককে বিভাগ অনুযায়ি সাজাতে সাহায্য করে যাতে সহজে খুজে পাওয়া যায়। কিভাবে কাজ করে শিখুন।

Firefox Firefox শেষ আপডেট:

Firefox এ প্রবেশযোগ্যতা সুবিধা - Firefox এবং ওয়েবকে সকলের জন্য কার্যকরী করা

Firefox এর সেই সকল সুবিধা সম্পর্কে জানুন যা ব্রাউজার এবং ওয়েবকে কম দৃষ্টি সম্পন্ন, যাদের দৃষ্টি শক্তি নেই অথবা যাদের কিবোর্ড এবং মাউস ব্যবহারের ক্ষমতা কম তাদের ব্যবহারযোগ্য করে তুলে।

Firefox Firefox নির্মিত:

ইংরাজীতে

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন